শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২০, ০৯:৫৬ সকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০২০, ০৯:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমলগঞ্জে পাওনা টাকা ফেরত না পেয়ে ভাইয়ের উপর অভিমান করে বিষপানে বিদেশ ফেরত নারীর মৃত্যু

সোহেল রানা, মৌলভীবাজার প্রতিনিধি : [২] মৌলভীবাজার জেলার কমলগঞ্জে পাওনা টাকা ফেরৎ না পাওয়ায় ভাইয়ের সাথে অভিমান করে বিষপানে বিদেশ ফেরৎ নারীর মূত্যৃ হয়েছে।

[৩] জানাযায়, উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের বাদে সোনাপুর গ্রামের মৃত বশির মিয়ার মেয়ে পারুল বেগম (৩৫)।

[৪] স্বামীর সাথে বনিবনা না হওয়ায় স্বামীর কাছে একমাত্র ছেলেকে রেখে স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে গৃহকর্মীর কাজ নিয়ে মধ্যপ্রাচ্য গিয়েছিলেন। মায়ের অসুস্থ্য তার কথা শুনে পারুল বেগম করোনা দুর্যোগ শুরুর আগেই দেশে ফিরেন। দেশে ফিরে ভাই বাছিত মিয়ার কাছে তার পাওনা টাকা চাইতে গেলে শুরু হয় বিরোধ।

[৫] এ নিয়ে নিকট আত্মীয়দের কাছে বিচার চেয়ে কোন বিচার না পেয়ে রোববার (২ আগষ্ট) রাত ১২টায় বড় ভাই বাছিত মিয়ার বসত ঘরের দরজার সামনে বিষপানে আত্মহত্যা করেন বিদেশ ফেরৎ ১ সন্তানের জননী পারুল বেগম।

[৬] আরো জানা যায়, প্রবাসে থাকাকালীন পারুল বেগম উপার্জিত টাকা তার ভাই বাছিত মিয়ার কাছে পাঠাতেন। দেশে ফেরার পর ভাই বাছিত মিয়া বোনের টাকা ফেরৎ না দিয়ে উল্টো তার ওপর নানাভাবে অত্যাচার করতেন। ফলে পারুল বেগম নিকট আত্মীেেদর কাছে এসব ঘটনার বিচার প্রার্থনা করে তাদের বাড়িতে থাকতেন। ঈদের সময় কেনা কাটার জন্য ভাইয়ের কাছে টাকা চেয়ে তিনি পাননি। এ অভিমানে ঈদের পরদিন শনিবার দিবাগত রাত ১২টায় ভাইয়ের বসত ঘরের দরজার সামনে বিষ পান করে পারুল বেগম। রাতেই তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলমের নেতৃত্বে পুলিশ পারুলের লাশ উদ্ধার করে। সোমবার সকালে ময়না তদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

[৭] কমলগঞ্জ থানার ওসি মো.আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ নারীর মৃত্যু নিয়ে অনেক গুঞ্জন শুনা যাচ্ছে। পুলিশি তদন্তকালে এসব গুঞ্জন গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে বলে ওসি মো. আরিফুর রহমান জানান। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়