শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২০, ০৫:২৪ সকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০২০, ০৫:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হোসেনপুর ভূমি অফিস ই-নামজারিতে শতভাগ সফল

আশরাফ আহমেদ, হোসেনপুর প্রতিনিধি : [২] সারাদেশে ভূমি অফিসের নানা অনিয়ম, দুর্নীতি ও ভূমি সেবাপ্রার্থী সাধারণ মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে বর্তমান সরকার এই সেবা খাতকে ডিজিটালাইজেশনের পরিকল্পনা গ্রহণ করে। ভূমি ব্যবস্থাপনা ডিজিলাইগজেশনের অংশ হিসেবে ভূমি অফিস গুলোতে ই -নামজারি চালু করে ইতোমধ্যে এ সেবা খাতটি "ইউনাইটেড নেশন পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড- ২০২০ "'এ ভূষিত হয়।

[৩] এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার মধ্যে হোসেনপুর উপজেলা ভূমি অফিস গুলোতে ই -নামজারিতে চমক সৃষ্টি করে ভূমি সেবা প্রার্থীদের শতভাগ আস্থা অর্জন করেছে।সরকারের পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসনের কঠোর নজরদারি ও সহকারি কমিশনার ভূমি ওয়াহিদুজ্জামানের দক্ষ ব্যবস্থাপনা ও নিরলস পরিশ্রমে একবছরেই সফল এ উপজেলা।যদিও শুরুতে নানা ধরনের জটিলতা ও প্রতিবন্ধকতা সত্ত্বেও জনগুরুত্বপূর্ণ ভূমি অফিস গুলোতে ই- নামজারি চালু হওয়ায় সেবা প্রার্থীদের ভোগান্তি অনেক কমে এসেছে।

[৪] উপজেলা ভূমি অফিসের তথ্য মতে, ১২১.২৯ বর্গ কি:মি :আয়তনের উপজেলায় ৭১ টি মৌজা রয়েছে।উপজেলায় ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় পাঁচটি ভূমি অফিসের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনা করা হয়।বিগত ১ জুলাই ২০১৯তারিখ থেকে উপজেলায় ই-নামজারি শুরু হয়ে (৩০জুন ২০২০পর্যন্ত) ১৭১৯টি ই-নামজারি নথি সম্পন্ন হয়েছে।অনলাইনে সেবাপ্রার্থী নথির আবেদন করার পর তাকে বার্তা দিয়ে নথির বিষয়ে অবহিত করা হয়।ভূমি অফিসে মালিকানার সাপেক্ষে মূল কাগজপত্র প্রদর্শন সাপেক্ষে প্রস্তাবনা তৈরি করে সর্বোচ্চ ২৮দিনের মধ্যে নামজারির কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।

[৫] ভূমি সেবা প্রার্থীদের ভাষ্যমতে, ভূমিদস্যুদের নানা অপকর্ম আর ভূমি সংক্রান্ত কাগজপত্র সমস্যা নিয়ে ভূমি অফিসগুলোতে গিয়ে হয়রানির শিকার হতে হতো সাধারণ মানুষকে। দালাল ও কুচক্রী কর্মকর্তাদের সহায়তায় নিয়ে ভূমি অফিস গুলোতে সেবা নিতে গিয়ে সরকারি খরচে অতিরিক্ত কয়েকগুণ ঘুষ গুনতে হতো। এখন ই -নামজারি চালু হওয়ায় আর এসব ভোগান্তি নেই।

[৬] উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের দ্বীপেশ্বর গ্রামের জিয়াউদ্দিন বলেন, আমার ৫’শতক জমির নামজারি ২৮ দিনে সম্পন্ন হয়েছে। পূর্বে ভূয়া নামজারি সৃষ্টি করে একজনের জমি অন্যজন বিক্রি করে বিরাট সমস্যা সৃষ্টি করত। এখন ই -নামজারি কারণে নিরাপত্তা ও যাচাইয়ের সুযোগ থাকায় সেই সুযোগটি আর পাচ্ছেন না ওই সিন্ডিকেট।

[৭] আড়াইবাড়িয়া ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা হারুন অর রশিদ জানান, নামজারিতে দীর্ঘদিনের ভোগান্তি দূর হয়েছে।এখন যে কেউ ঘরে বসেই প্রযুক্তির মাধ্যমে ভূমি সেবা পাচ্ছেন।

[৮] উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মনির হোসাইন জানান, ই -নামজারিতে ইন্টারনেট ও বিদ্যুৎ সমস্যা না থাকলে দ্রুত গ্রাহককে সেবা দেওয়া সম্ভব।

[৯] উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) ওয়াহিদুজ্জামান জানান, ই-নামজারি ও ই-নথি ব্যবহারের দিক দিয়েও এ উপজেলা শতভাগ সফল। তবে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জনবল সংকট, তথ্যপ্রযুক্তিগত যন্ত্রপাতির অভাব ,নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ থাকলেই ই -নামজারি আরো দ্রুত সময় দেওয়া সম্ভব বলে জানান তিনি। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়