শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২০, ০৩:২৬ রাত
আপডেট : ০৩ আগস্ট, ২০২০, ০৩:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আরব আমিরাতেই আইপিএল আয়োজনে অনুমতি দিলো সরকার

স্পোর্টস ডেস্ক : [২] ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরবর্তী আসর সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করার ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছে ভারত সরকার। ফলে সেপ্টেম্বরেই নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে জনপ্রিয় এই টুর্নামেন্টটি। এরই মধ্যে আইপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

[৩] ভারতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আইপিএলের পরবর্তী আসর সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয় সংযুক্ত আরব আমিরাতে। তবে এক্ষেত্রে ভারত সররকারের অনাপত্তিপত্রের প্রয়োজন ছিল। অবশেষে বিদেশের মাটিতে আইপিএল আয়োজনের অনুমতি প্রদান করেছে তারা।

[৪] রোববার একটি সভায় টুর্নামেন্টের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় বসে আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যরা। সেখানে সিদ্ধান্ত নেয়া হয় প্রতিটি দল ২৪ জন ক্রিকেটারের স্কোয়াড গঠন করতে পারবে। একই সঙ্গে সীমাহীন কোভিড-১৯ বদলিরও ব্যবস্থা রাখার সিদ্ধান্ত নেয়া হয় এই সভায়।

[৫] এদিকে করোনাভাইরাস সংক্রমণের শঙ্কা থাকায় শুরুতে দর্শকশুন্য স্টেডিয়ামে আইপিএলে আয়োজনের কথা ভাবছিল আরব আমিরাত ক্রিকেট বোর্ড। তবে সরকারের অনুমতি সাপেক্ষে ৩০-৫০ শতাংশ দর্শক মাঠে বসে খেলা দেখার সুযোগ পেতে পারেন। গত শুক্রবার (৩১ জুলাই) বোর্ডের সেক্রেটারি মুবাশি উসমানি এমনটাই জানিয়েছিলেন।

[৬] প্রেস ট্রাষ্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) উসমানি বলেন, 'অবশ্যই আমাদের মানুষরা এই মর্যাদাপূর্ণ ইভেন্টটি অনুভব করতে চায়। তবে এটি সম্পূর্ণ সরকারের সিদ্ধান্ত। এখানে বেশিরভাগ ইভেন্টের জন্য স্টেডিয়ামের ৩০ থেকে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমিত পাওয়া যেতে পারে। আমরা একই সংখ্যার দিকে তাকিয়ে আছি। আমরা সরকারের অনুমোদনের ব্যাপারে আশাবাদী। - ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়