শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২০, ০৮:২৬ সকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০২০, ০৮:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিন্দু পরিবারের সন্তান হয়ে এমন কিছু কেন করবেন, যার জন্য স্বধর্মের অনুসারীদের মাথাটা লজ্জায় নত হয়???

নিলয় চক্রবর্তী : ধর্মীয় উৎসবে যেকোনো ধর্মের অনুসারীদের শুভেচ্ছা জানানো কিংবা উৎসবে অংশ নেওয়া ততোক্ষণ পর্যন্ত সঠিক এবং যুক্তিযুক্ত যতোক্ষণ পর্যন্ত সেটা আমার ধর্মীয় বিশ্বাস, রীতিনীতি, আচার, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং পূর্ব পুরুষের পরম্পরার সাথে সাংঘর্ষিক হয়না। একজন হিন্দু তথা সনাতনী হিসেবে যে কর্মকান্ড গুলো আমার ধর্মীয় অনুশাসন এবং হাজার হাজার বছর ধরে লালন করা হিন্দুদের বিশ্বাস এবং ঐতিহ্যের সাথে সঙ্গতিপূর্ণ নয় সেটা যদি অন্য কোন ধর্মীয় অনুসারীদের তাদের ধর্মীয় উৎসবের সুযোগে একজন হিন্দু পালন করে আবার সেগুলো ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে, এর চাইতে দুঃখজনক এবং লজ্জাজনক আর কিছুই হতে পারেনা বলে আমার ব্যক্তিগত মতামত, তা যতো বড় মানবিকতার দোহাই দেন না কেন।

অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মীমের সাথে বহু ভিন্ন ধর্মের অনুসারী অভিনয় জগতে সহশিল্পী হিসেবে কাজ করেন, কয়জন এভাবে হিন্দুদের পূজার সময় নিজ বাড়িতে এধরণের আয়োজন করে ফেসবুকে পোষ্ট করে??? অভিনেত্রী মীম যদি এতবড় মানবিক হৃদয়ের মানুষ হয়ে থাকেন তাহলে উনার গৃহে অবস্থানকারী ভিন্ন ধর্মের অনুসারী কর্মীদের বেতন + বোনাস দিয়ে কয়েকদিন ছুটি দিয়ে দিতে পারতেন??? তারা তাদের মতো ধর্মীয় উৎসব পালন করতো??? সারা বছর তো বিদ্যা সিনহা মীম বা তার পরিবারের জন্য শ্রম দেন তারা??? কয়েকদিন না হয় তারা পরিবারের সাথে কাটাতো??? একই কথা ডাঃ মনীষা চক্রবর্তীর ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি একজন উদীয়মান রাজনৈতিক নেত্রী, আপনার সাংগঠনিক ব্যাপার স্যাপার আছে, ধর্মীয় উৎসব উপলক্ষে মানবিক কর্মসূচীও থাকতে পারে, তো জানান শুভেচ্ছা??? বারণ তো কেউ করছেনা??? মানবিক কাজে অংশগ্রহণ করুন কেউ নিষেধ তো করছেনা??? কিন্তু এমন কিছু কেন করবেন যার জন্য নিজ ধর্মের অনুসারীদের মাথাটা লজ্জায় নত হয়???

নিজেদের অসাম্প্রদায়িক প্রমাণ করার জন্য, নিজেদের মানবতার ফেরিওয়ালা প্রমাণ করার জন্য আপনারা যে হিন্দু পরিবারের সন্তান তথা আপনাদের আদি পিতৃপুরুষ যে একজন হিন্দু, সেই পরিচয় প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবে কি এড়িয়ে যাচ্ছেন না??? আপনি মহান, আপনি অসাম্প্রদায়িক, আপনি মানবতার মূর্ত প্রতীক, এসব প্রমাণ করার জন্য নিজ বাড়িতে ভিন্ন ধর্মীয় অনুসারীদের ধর্মীয় আচার পালন করতে হবে??? স্বশরীরে উপস্থিত হয়ে পশুর মাংস বিলি করতে হবে??? কেন??? ভিন্ন ধর্মের অনুসারীদের সচরাচর দেখেছেন ধর্মীয় উৎসবের কারণ দেখিয়ে এভাবে নিজ ধর্মের অনুশাসন, ঐতিহ্য তথা পারিবারিক পরম্পরার বাইরে গিয়ে কোন কিছু স্বপরিবারে কিংবা শ্বশরীরে পালন করতে??? উনাদের শুভেচ্ছা জানান, প্রয়োজনে মানবিক কারণে পাশে দাঁড়ান কিন্তু আপনার ধর্মীয় রীতিনীতি সমর্থন করেনা এমন কিছু করা থেকে বিরত থাকুন, আপনার ধর্মের অনুসারীদের আপনাকে নিয়ে গর্ব করার সুযোগ না দেন, কিন্তু লজ্জায় যেন মাথা নত হওয়ার মতো পরিস্থিতিতেও পড়তে না হয়।
সূত্র- ফেসবুক স্ট্যাটাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়