শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২০, ০৩:০৪ রাত
আপডেট : ০৩ আগস্ট, ২০২০, ০৩:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে ১২ জন বেছে নিয়েছেন স্বেচ্ছামৃত্যু

সিরাজুল ইসলাম : [২] গত বছর তারা এ পথ বেছে নেন। ২০১৯ সালের আগস্টে নিউজার্সিতে ডেথ উইথ ডিগনিটি (সম্মানের সঙ্গে মৃত্যু) আইন পাস হয়।

[৩] বাঁচার সম্ভাবনা ছয় মাস বা তার চেয়ে কম- জানতে পারলে ওই ব্যক্তি স্বেচ্ছা মৃত্যুর পথ বেছে নিতে পারেন। এ জন্য প্রেসক্রিপশনে ওষুধ গ্রহণ করতে পারেন।

[৪] ৩১ জুলাই প্রকাশিত রাজ্যের প্রতিবেদনে বলা হয়, গত বছরের আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যেই ছয়জন পুরুষ ও ছয়জন নারী এ আইনের সুযোগ নিয়েছেন। তাদের বয়স ৫০ থেকে ৯৩ বছরের মধ্যে। ১১ জনই শ্বেতাঙ্গ। ১০ জনের মৃত্যু হয়েছে নিজের ঘরে। একজন নার্সিং হোমে ও অন্যজন অন্যের ঘরে মারা গেছে। সাতজন ক্যানসার রোগী ছিলেন। অন্যদের স্নায়ু ক্ষয়, ফুসফুস ও পাকস্থলীতে অসুখ ছিলো।

[৫] ডেথ উইথ ডিগনিটি আইনে বলা হয়, স্বেচ্ছামৃত্যুর জন্য মৌখিকভাবে দুবার অনুরোধ করতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে। প্রথমবারের অনুরোধের ১৫ দিন পর দ্বিতীয় অনুরোধ করতে হবে। লিখিতভাবে অনুরোধ করতে হবে একবার। চিকিৎসককে এ মর্মে সার্টিফিকেট দিতে হবে। যুক্তরাষ্ট্রের আটটি রাজ্য ও ওয়াশিংটন ডিসিতে এ আইন রয়েছে। স্বেচ্ছামত্যুর পক্ষের যুক্তিতে চিকিৎসার অযোগ্য মরণব্যাধিতে কষ্ট পাওয়া লোকজনের উদাহরণ দেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়