শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২০, ১০:২৪ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২০, ১০:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভক্তদের জন্য ক্রিকেট ছাড়তে পারছেন না আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : [২] সেই ১৯৯৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট শুরু, চার বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন শহিদ আফ্রিদি। তবে ৪০ পেরুনো এই অলরাউন্ডার এখনো খেলে যাচ্ছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। যদিও আফ্রিদির মন চায় প্রতিযোগিতা মূলক ক্রিকেটও ছেড়ে দিতে, কিন্তু ভক্তদের জন্যই নাকি তা পারছেন না তিনি।

[৩] ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর পাকিস্তান দলে দেখা যায়নি আফ্রিদিকে। ২০১৮ সালে বিশ্ব একাদশের হয়ে একটি চ্যারিটি ম্যাচে অবশ্য তার সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচে উপস্থিতি।

[৪] ১৯৯৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে আসা আফ্রিদি ঘরোয়া ক্রিকেট খেলছেন ১৯৯৫ সাল থেকে। সব মিলিয়ে ২৫ বছর তার কেটে গেছে ক্রিকেট খেলে।

[৫] আন্তর্জাতিক ক্রিকেটেও বার কয়েক অবসর নিয়ে আবার ফিরে আসা আফ্রিদি সব ধরণের ক্রিকেট কবে ছাড়বেন? সাক্ষাতকারে জানতেও চাওয়া হয়েছিল তা।

[৬] জবাবে আরও বছর দুয়েক খেলা চালিয়ে যাওয়ার আভাস এই বিস্ফোরক ব্যাটসম্যানের, ‘সত্যি কথা বলতে মন চায়, খেলা ছেড়ে দেই। কিন্তু ভক্তদের চাওয়া আমি যেন খেলে যাই, যতদিন ফিট আছি। ভক্তরা মাঠে দেখতে চায় আমাকে। পরিবারের লোকজনও বলে যেহেতু ফিটনেস আছে খেলা চালিয়ে যেতে পারি।’

[৭] সর্বশেষ বিপিএলে ঢাকা প্লাটুনের হয়ে খেলেছেন আফ্রিদি। এরপর ফেব্রুয়ারি-মার্চে থাকে পাকিস্তান সুপার লিগে মুলতান সুলতান্সের হয়ে খেলতে দেখা গেছে। এসব লিগে আরও কিছুদিন খেলে যাওয়ার ইচ্ছা তার, ‘যতদিন উপভোগ করব, খেলব। ব্যাপার হলো ক্রিকেটের প্রতি আমার আবেগ প্রচণ্ড। আরও দুএক বছর দেখব, ফিটনেস কেমন থাকে। যদি ফিটনেস ভাল থাকে, দলের উপর যদি বোঝা না হই তাহলে খেলা উচিত।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়