শিরোনাম
◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ পুরস্কার পাননি ড. ইউনূস: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২০, ১০:১৯ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২০, ১০:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইসিসির চেয়ারম্যান হলে ফুটবলের আদলে ক্রিকেটকে সাজাবেন ক্যামেরন

স্পোর্টস ডেস্ক : [২] ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যানের পদের জন্য জোরেশোরে প্রচারণা চালাচ্ছেন ডেভ ক্যামেরন। দায়িত্ব পেলে ফুটবলের আদলে ক্রিকেটকে সাজাতে চান ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান। তার পরিকল্পনা আন্তর্জাতিক ক্রিকেট কমিয়ে দিয়ে টি-টোয়েন্টি লিগ বাড়িয়ে দেয়া।

[৩] সেই সঙ্গে আইপিএলকে আরও দীর্ঘ করে সব টি-টোয়েন্টি লিগকে আরও শক্তিশালী করতে চান তিনি। ফুটবলে যেমন ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা বা অন্য ঘরোয়া টুর্নামেন্টগুলো প্রাধান্য বিস্তার করে। তেমনি ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটকেও জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যেতে চান তিনি। এ ছাড়া ক্রিকেটকে যুক্তরাষ্ট্রের মতো দেশেও ছড়িয়ে দিতে চান।

[৪] সম্প্রতি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি আরও লম্বা আইপিএল দেখতে চাই। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে লম্বা লিগ হোক, এটাই চাইব। টি-টোয়েন্টি লিগ এখন সবচেয়ে লাভজনক লিগ। আমাদের লিগগুলোকে বাড়তে দিতে হবে। লিগের জনপ্রিয়তা যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে নিতে হবে। ক্রিকেটারদের লিগে বেশি খেলিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কমিয়ে দিতে হবে। এতে বেশি আর্থিক লাভ হবে। এখন বেশি বেশি আইসিসি টুর্নামেন্ট খেলানোর যে চেষ্টা চলছে, এতে ছোট দেশগুলোর লাভ হবে না। কারণ ক্যালেন্ডারে এত সময় নেই।

[৫] ক্যামেরন টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ দেখছেন না। তার মতে টেস্ট ক্রিকেট ঐতিহ্য হিসেবে টিকে থাকলেও এটি অলাভজনক। তিনি এ প্রসঙ্গে বলেন, টেস্ট ক্রিকেট ইচ্ছে হলে খেলবে, না হলে খেলবে না। এমন হওয়া উচিত। বিশেষ করে ছোট দল যেমন আফগানিস্তান আর আয়ারল্যান্ডের জন্য। এটা বাধ্যতামূলক হবে না। টেস্ট ক্রিকেট দারুণ খেলা। তবে এটা শুধুই ঐতিহ্য। আর কিছুদিন বেঁচে থাকবে টেস্ট ক্রিকেট, সেটাও বড় দেশগুলোর মধ্যে। কিন্তু সত্যি কথা বলতে ছোট দেশগুলোর মনোযোগ টেস্ট ক্রিকেটে হওয়া উচিত না, যতক্ষণ না পর্যন্ত তা প্রতিযোগিতাপূর্ণ হচ্ছে। আমাদের মানতে হবে আমরা পুঁজিবাদী পৃথিবীতে বাস করি।

[৬] উপমহাদেশের বাইরে ক্রিকেটকে ছড়িয়ে দেয়ার পরিকল্পনা নিয়ে ক্যামেরন বলেন, ‘উপমহাদেশের বাইরে ক্রিকেটকে জনপ্রিয় করার ইচ্ছে আছে। এই পরিকল্পনায় ভারত থাকবে। যে কোনো বড় বৈশ্বিক ব্যাপারে ভারতের সাহায্য লাগবে। কারণ তারাই সবচেয়ে বেশি রাজস্বের উৎস। কিন্তু ক্রিকেটকে আমি চীন ও যুক্তরাষ্ট্রেও জনপ্রিয় করতে চাই। - পিটিআই/ ক্রিকফ্রেঞ্জি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়