শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২০, ০৭:৫০ সকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২০, ০৭:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈদের দ্বিতীয় দিনে গণপরিবহন কিছুটা বেড়েছে রাজধানীতে

শাহীন খন্দকার: [২] রোববার সকাল হওয়ার সাথে সাথে রাজধানীর ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় সরেজমিনে দেখা গেছে, তুলনামূলক কম হলেও রাস্তায় গণপরিবহন রয়েছে। ঈদের দিনের চেয়ে কিছুটা বাড়তি গণপরিবহন দেখা যায়। তবে সিএনজি-ই বেশি চলছে। পাশাপাশি রয়েছে বাসও। প্রাইভেটকার ,পাজোরো গাড়িও চলছে হরহামেশা।এবার অনেকেই ঈদ করেছেন রাজধানীতে।

[৩] অন্যান্য ঈদে যে জনশূন্যতা তৈরি হয় রাজধানীর রাস্তায়, এবার সেই শূন্যতা কিছুটা কম। রয়েছে মানুষের বেশ কর্মচাঞ্চল্যতা। ফলে যানবাহনের সংখ্যাও তুলনামূলক আজ বেশি লক্ষণীয়। অনেককেই আবার দেখা যায় ব্যক্তিগত গাড়ি নিয়ে বাচ্চাদের নিয়ে উন্মুক্ত বিভিন্ন পার্কে বিশেষ করে চন্দ্রিমা উদ্যানসহ বেশ কিছু স্থানে ঘোরাফেরা করতে ঈদের দিন বিকাল থেকেই।

[৪] এদিকে চীন থেকে প্রথম উৎপত্তি হওয়ার কোভিড-১৯ নভেল করোনাভাইরাস, বাংলাদেশে আক্রান্ত ব্যক্তির কথা প্রথম জানা যায় ৮ই মার্চ, ২০২০ সালে এবং প্রথম মৃত্যুটি ঘটে ১৮ই মার্চ, এই বৈশ্বিক মহামারীটির সৃষ্টি হয়েছে। এদিকে ২২ মার্চ, বাংলাদেশ সরকার ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছিল যা পরবর্তীতে ৭ বার বর্ধিত করে ৩০ই মে পর্যন্ত বাড়ানো হয়েছিল।

[৫] বাংলাদেশে 'লকডাউন' প্রয়োগের সময়টিকে সরকারিভাবে 'সাধারণ ছুটি' হিসেবে উল্লেখ করা হয়েছিল। 'সাধারণ ছুটি'র মধ্যে; সারা দেশেই জরুরি সেবা, পণ্য পরিবহন, চিকিৎসা ইত্যাদি অতি-প্রয়োজনীয় ক্ষেত্রগুলো ছাড়া গণপরিবহনও অবরুদ্ধ করা হয়েছিল।

[৬] দেশজুড়ে অবরুদ্ধকরণ (লকডাউন) আরোপ করার আগ পর্যন্ত; আক্রান্ত বাড়ি, প্রয়োজনে জেলা, উপজেলা ইত্যাদি অবরুদ্ধকরণ করা হয়েছিল। ১৮ এপ্রিল পর্যন্ত দেশের ২৯টি জেলা সম্পূর্ণ এবং ১৯টি জেলা আংশিকভাবে অবরুদ্ধ করা হয়েছিল। একপর্যায়ে লকডাউন উঠে গেলে ধীরে ধীরে সচল হতে শুরু করে গণপরিবহন।

[৭] এদিকে ঈদুল আজহার আগে অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে দেখা যায় পরিবহন ব্যবস্থ’াকে। ঈদের দুইদিন আগেও দীর্ঘ যানজট লেগে থাকত ঢাকার রাস্তায়। তবে ঈদের আগের ও ঈদের দিন অনেকটাই ফাঁকা হয়ে যায় রাস্তা। সেই অবস্থ’া ঈদের পরদিন আজ রোববার (২আগষ্ট) ভিন্নরূপ দেখা যায় ঈদের দিনের চেয়ে একটু বেশি রয়েছে আজকে যানবাহনের সংখ্যা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়