শওগাত আলী সাগর: আগস্ট মাস এলেই অনেকে ‘কাঁদো বাঙ্গালী, কাঁদো’- কথাটাকে সামনে নিয়ে আসেন। আমি এর সাথে ভিন্নমত পোষন করি। আমি আগস্টকে শোকের মাস হিসেবে দেখি না, আমি দেখি নতুন শক্তিতে উজ্জীবিত হবার প্রেরণা হিসেবে, শক্তি হিসেবে। শোককে শক্তিতে রুপান্তরিত করে বঙ্গবন্ধুর আদর্শকে, আকাংখাকে, স্বপ্নকে উর্ধ্বে তুলে ধরে এগিয়ে যাবার সুযোগ হিসেবে।
আমি তাই বলি,শোকগাঁথা নয়, আগস্ট মাসটা হউক বঙ্গবন্ধুর জীবনকে জানার, জীবনবোধকে সাধারনে ছড়িয়ে দেয়ার, চর্চ্যার বিষয়ে পরিণত করার মাস। আমার ভাবনাটা আমি বলি, আপনারা আপনাদের মতো ভাবতে পারেন। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ,আমার দেখা নয়াচীন, বঙ্গবন্ধুর বিভিন্ন সময়ের ভাষণগুলো এই সময়ের পাঠ্যতালিকায় রাখুন। কেবল পড়া নয়, নেতার বক্তব্যগুলো অনুধাবন করে সেগুলো অন্যের সঙ্গে বিশ্লেষণ করুন। যারা ফেসবুকে প্রতিদিন কিছু না কিছু লিখেন, তারা অন্তত আগস্ট মাসটায় বঙ্গবন্ধুর বই থেকে তাঁর নানা বক্তব্য, জীবনের নানা ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোষ্ট দিতে পারেন।
আগস্ট মাসটা হউক বঙ্গবন্ধু চর্চার মাস।
ফেসবুক থেকে