শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২০, ০৭:২৪ সকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২০, ০৭:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজ দুপুর বারোটা পর্যন্ত আজিমপুর কবরস্থানে স্বজনহারাদের ভিড়

দেবদুলাল মুন্না: [২]আজ অনুষ্ঠিত হচ্ছে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এদিন সকাল থেকেই রাজধানীর অন্যতম বৃহৎ আজিমপুর পুরাতন কবরস্থানে ভিড় করেছেন স্বজন হারানো মানুষেরা। কবরস্থানে গিয়ে দেখা যায়, কেউ দাঁড়িয়ে বিড়বিড় করে সুরা পড়ছে, কেউবা কোরআনের আয়াত পড়ছে। কেউ দুই হাত তুলে মহান আল্লাহর দরবারে মোনাজাত করছেন। আবার কেউ নীরবে চোখের পানি ফেলছেন।

[৩]কবরস্থানে ছুটে আসা কেউ এসেছেন বাবা-মা, কেউবা স্বামী-স্ত্রী, আবার কেউ শ্বশুর শাশুড়ি কিংবা নিকটাত্মীয় কারও কবর জিয়ারত করতে। ঈদের দিন উপলক্ষে উত্তর ও দক্ষিণ দিকের গেট খুলে দেয়া হয়।

[৪] সরেজমিনে দেখা গেছে, দু’দিকের গেট দিয়ে মানুষ কবরস্থানে প্রবেশ করছেন। আগতদের অনেকেই স্ত্রী কিংবা সন্তানদের সঙ্গে করে নিয়ে এসেছেন। সবাই যার যার মতো স্বজনদের কবরের পাশে গিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকছেন।

[৫] রাজধানীর মগবাজারের বাসিন্দা গৃহবধূ সোনিয়া আক্তার ছেলেদের সঙ্গে নিয়ে স্বামীর কবর জিয়ারত করতে এসেছেন। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গত বছরের এ দিনে স্বামী সম্পূর্ণ সুস্থ ছিলেন। পরবর্তীতে তার লিভারের সমস্যা দেখা দিলে কয়েক মাসের মধ্যেই মৃত্যুবরণ করেন। স্বামীর অনুপস্থিতিতে প্রতিদিন প্রতিটি মুহূর্ত তাকে ভীষণ কাঁদায় বলে জানান।

[৬]আজিমপুর কবরস্থানের গোরখোদক মোস্তফা জানান, প্রতিবছর দুই ঈদের দিনে কবরস্থানে মানুষের ঢল নামে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার মানুষ কবর জিয়ারত করতে আসেন। তবে এবার তুলনামূলক লোকজন কম এসেছে। এদিন কবর জিয়ারতের পাশাপাশি আগত সকলেই দরিদ্র ভিক্ষুক অন্যান্যদের দান-খয়রাত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়