সমীরণ রায় : [২] বছিলার স্লটারিং হাউজেই পশুর মাংস প্রসেস করে পাঠিয়ে দেয়া হবে রাজধানীর উত্তরায় মেয়র আতিকুল ইসলামের বাসায়।
[৩] ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগসহ সংশ্লিষ্টদের সহযোগিতায় চালু করা হয় অনলাইন ‘ডিজিটাল হাট’। নগরবাসীর জন্য ডিজিটাল হাট থেকেই পশু কিনে কোরবানিসহ প্রসেস করা, মাংস হোম ডেলিভারির সেবাও রাখা হয় এতে। এর জন্য রাজধানীর বছিলা এলাকায় দুই হাজার পশু জবাই ও মাংস প্রসেসিং এ সক্ষম ডিজিটাল স্লটারিং হাউজের ব্যবস্থা করা হয়।
[৪] শনিবার সিটি করপোরেশন নির্ধারিত স্থানে পশু কোরবানি দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বছিলায় অন্তত দুই হাজার পশু কোরবানি দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। আমার পশু এখানে কোরবানি দিয়েছি। আপনারাও দিন। এখানে যারা কোরবানি দিচ্ছেন না বা দিতে পারছেন না, তারা অন্তত নিজ নিজ এলাকায় সিটি করপোরেশন নির্ধারিত স্থানে কোরবানি করুন। আমরা দ্রুত কোরবানির বর্জ্য অপসারণে প্রস্তুতি নিয়েছি। কিন্তু এর জন্য নগরবাসীর সাহায্য একান্ত প্রয়োজন। আমরা সবাই একটু সচেতন হলে ঢাকা সুন্দর থাকবে।
[৫] চলমান করোনা পরিস্থিতিতে লোক সমাগম এড়িয়ে নির্ধারিত স্থানে পশু কোরবানি করার নির্দেশনা রয়েছে রাজধানীর দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে। ব্যাপক লোক সমাগম এড়াতে এবার অনলাইনে পশু কেনা-বেচার প্লাটফর্ম তৈরির উদ্যোগ নেয় ডিএনসিসি। সম্পাদনা : রায়হান রাজীব