শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২০, ১১:২৬ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২০, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনায় মৃত ৫ সদস্যের পরিবারের জন্য কোরবানি দিচ্ছে সিএমপি

ডেস্ক রিপোর্ট : দায়িত্ব পালন করতে গিয়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক উপ-কমিশনারসহ পাঁচ সদস্য। করোনায় মৃত পাঁচ সদস্যের পরিবারের জন্য কোরবানি দিচ্ছে সিএমপি।

শনিবার (১ আগস্ট) ঈদুল আজহার দিনে এসব কোরবানি দেওয়া হবে।

সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানের উদ্যোগে করোনায় মৃত পুলিশ পাঁচ সদস্যের পরিবারের জন্য পাঁচটি গরু কেনা হয়েছে।

করোনায় মারা যাওয়া সিএমপির সদস্যরা হলেন, গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মো. মিজানুর রহমান, কনস্টেবল নঈমুল হক, কনস্টেবল মো. নেকবার হোসেন, কনস্টেবল আ ফ ম জাহেদ ও কনস্টেবল মামুন উদ্দিন।

সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, করোনায় আমরা সিএমপির পাঁচজন সদস্যকে হারিয়েছি। উপ-কমিশনার মো. মিজানুর রহমানসহ পাঁচজন করোনায় মারা গেছেন তারা দেশের জন্য কাজ করতে গিয়ে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন, তারা শহীদ হয়েছেন। তাদের পরিবার একা হয়ে গেছে।

সিএমপি কমিশনার বলেন, আমাদেরও পরিবার নিয়ে আমরা আনন্দে ঈদ উদযাপন করবো আর মৃত সদস্যের পরিবার কষ্ট বুকে নিয়ে থাকবেন তেমনটা আমরা চাই না। তাদের পরিবারের একজন সদস্য হয় তো নেই, কিন্তু আমরা তো আছি। আমরাই তাদের পরিবারের সদস্য। কষ্ট ভুলে তারা যাতে ঈদের আনন্দ উপভোগ করতে পারে আমরা সে উদ্যোগ নিয়েছি।

‘পাঁচ সদস্যের পরিবারের জন্য আমরা কোরবানি দিব। তাদের পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবো। ’ যোগ করেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান। বাংলানিউজ, বিডি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়