শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২০, ০২:২৯ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০২০, ০২:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় হাটে আছে ক্রেতা, নেই পশু

মাহফুজ নান্টু: [২] বুধবারে হাটে পর্যাপ্ত পশু ছিলো। দাম ছিলো সবার নাগালে। পশু বিক্রিও হয়েছে বেশ। দাম কম পেয়ে হতাশায় ছিলেন পশু ব্যবসায়ী ও গৃহস্থরা। তবে মাত্র একদিনের ব্যবধানে পশুর দাম বেড়ে গেছে।

[৩] পাশাপাশি কুমিল্লার হাটে পশুর সংকট দেখা দিয়েছে। পশু না পেয়ে খালি হাতেই ফিরতে হয়েছে অনেককে। আজ বৃহস্পতিবারও বাজারে একই অবস্থা। হাটে ক্রেতা আছে পশু নেই।

[৪] কুমিল্লা ব্রাহ্মনপাড়া উপজেলার সাহেবাবাদ, বুড়িচংয়ের শংকুচাইল, ফকিরবাজার, ছয়গ্রাম, ভরাসার, ষোলনল বাবুর বাজার, আদর্শ সদর উপজেলার বানাশুয়া, চাঁনপুর, নেউরা, বিবির বাজার, চকবাজা ঘুরে দেখা যায় হাটে ক্রেতা আছে পশু নেই। জেলার অন্যান্য উপজেলাগুলোতেও্র একই অবস্থা।

[৫] নগর কুমিল্লা ঝাউতলার বাসিন্দা আবদুল হামিদ জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলের পরে হাটে পশু বিকিকিনি শেষ হয়ে যায়। শুক্রবার হাটে পশু নেই।

[৬] একই অবস্থা জানান ব্যাংকার তামজীদ হোসেন জানান, গরু কিনতে বের হয়েছেন। সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত চারটি বাজার ঘুরেছেন। কোন হাটেই মনের মত পশু পান নি। যে কয়েকটা গরু দেখেছেন তার দাম দ্বিগুনের বেশী চাওয়া হয়েছিলো। পরে সেগুলোও বিক্রি হয়ে যায়।

[৭] বগুড়ার গরু ব্যবসায়ী কফিল জানান, তিনি গত ১৮ বছর যাবৎ তিনি আদর্শ সদর উপজেলার চাঁনপুর গাউছিয়া হাটে পশু বেঁচাকেনা করেন।

[৮] কফিল জানান, তিনি এ বছর ১৮ টি গরু এনেছেন হাটে। গত বুধবার কেনা দামে ৮ টি গরু বিক্রি করেছেন। তেমন কোন লাভ হয় নি। তবে বৃহস্পতিবার বিকেলেই বাকি ১০ গরু বিক্রি হয়ে যায়। গড়ে প্রতিটি গরু ১৫ হাজার টাকা মুনাফা হয়েছে বলে হাসির ঝিলিক দেখা গেলো কফিল উদ্দিনের মুখে। হাটে পশুর অভাবে ক্রেতারা ছুটছেন বিভিন্ন হাটে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়