শিরোনাম

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২০, ০২:০০ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০২০, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত হলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন

রাজু চৌধুরী : [২] কর্ম দক্ষতা, সঠিক পরিকল্পনা ও সততার কারণে শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত হলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। প্রশাসনিক কাজের স্বীকৃতি হিসেবে ২০১৯-২০২০ সালের জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হচ্ছে।

[৩] আগামী ১০ আগস্ট এ পুরস্কার প্রদান করা হবে বলে ২৬ জুলাই চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ও সদস্য সচিব নৈতিকতা কমিটি বিভাগীয় কার্যালয়, মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে জানানো হয়েছে। জানা যায়, ২০১৮ সালে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, প্রযুক্তি, পরিবেশসহ বিভিন্ন বিষয়ে উন্নয়নে ভূমিকা রাখেন। সর্বশেষ করোনা সংক্রমণ প্রতিরোধ ও ঘূর্ণিঝড় মোকাবেলায় জেলা প্রশাসক দক্ষ ভূমিকা রেখেছেন।

[৪] করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে মানুষকে সচেতন করা, হোম কোয়ারেন্টাইনে নিতে, লকডাউন কার্যকর, সামাজিক দূরত্ব নিশ্চিত করণ, স্বাস্থবিধি মানা, ত্রাণ বিতরণ ও ঘূর্ণিঝড়ে মানুষকে নিরাপদে আশ্রয় সেন্টারে স্থানান্তরসহ বিভিন্ন কাজের জন্য তিনি প্রশংসিত হয়েছেন। অতীতেও মোহাম্মদ ইলিয়াস হোসেন চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসকসহ অনেক পুরস্কারে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়