শিরোনাম

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২০, ০৯:৫৬ সকাল
আপডেট : ৩১ জুলাই, ২০২০, ০৯:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেঘনাঘাটের গ্যাসভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে এডিবি

ইয়াসিন আরাফাত : [২] শুক্রবার এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারায়ণগঞ্জের মেঘনাঘাটে গ্যাসভিত্তিক ৭১৮ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের জন্য সম্প্রতি এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে রিলায়েন্স বাংলাদেশ এলএনজি অ্যান্ড পাওয়ার লিমিটেডের (আরবিএলপিএল) এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এডিবি'র অবকাঠামো আর্থিক বিভাগের পরিচালক শান্তনু চক্রবর্তী এবং আরবিএলপিএল-এর প্রধান নির্বাহী কর্মকর্তা রঞ্জন লোহার চুক্তিতে স্বাক্ষর করেন।

[৩] এডিবি’র মতে, এই বিদ্যুৎপ্রকল্প চালু হলে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৪ শতাংশ বাড়বে। ফলে বিদ্যুৎ আমদানির প্রয়োজনীয়তা এবং বিদ্যুৎ উৎপাদনে কয়লা ও তেলের মত ব্যয়বহুল ও পরিবেশের জন্য ক্ষতিকর জ্বালানির ব্যবহার কমবে। এই প্রকল্পের শুরু থেকে এডিবি জড়িত।

[৪] শান্তনু চক্রবর্তী বলেন, বিদ্যুৎকেন্দ্র প্রকল্পটি বাংলাদেশের বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে সামঞ্জস্য নিয়ে আসবে। যা অব্যাহত শিল্প ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ।

[৫] রঞ্জন লোহার বলেন, এই বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের জন্য এডিবিসহ আন্তর্জাতিক উন্নয়ন ব্যাংকগুলোর সহায়তা পাওয়া আমাদের জন্য অনেক বড় ব্যাপার। এই প্রকল্পের মাধ্যমে আরবিএলপিএল বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখবে।

[৬] মেঘনাঘাটের গ্যাসভিত্তিক ৭১৮ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে এডিবি ছাড়া আরও সহায়তা করছে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন এবং আরও চারটি বাণিজ্যিক ব্যাংক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়