শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২০, ০৬:৪৮ সকাল
আপডেট : ৩১ জুলাই, ২০২০, ০৬:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোরবানির ঈদে পশু বর্জ্য ব্যবস্থাপনার প্রস্তুতি দুই সিটি করপোরেশন

শিমুল মাহমুদ: [২] ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জানিয়েছে, আগামী শনিবার ঈদের দিন কোরবানির বর্জ্য অপসারণে তাদের ১৮ হাজার কর্মী মাঠে থাকবেন। বিডিনিউজ
[৩] সাতশর বেশি যানবাহন ব্যবহার করে ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য সরিয়ে ঢাকাকে সাফ করার পরিকল্পনা নিয়েছে নগর কর্তৃপক্ষ।
[৪] এবার বর্জ্য ব্যবস্থাপনায় ‘সর্বোচ্চ গুরুত্ব’ দেওয়া হচ্ছে জানিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম কোভিড-১৯ মহামারীর সময় কোরবানি হচ্ছে; এ কারণে বর্জ্য ব্যবস্থাপনা কিছুটা চ্যালেঞ্জিং।
আমরা সতর্ক, নিবেদিত। কিন্তু পাশাপাশি আমাদের অনুরোধ নাগরিকরাও যেন সচেতন হন। বর্জ্যটা যেন সঠিক জায়গায়, সঠিকভাবে ফেলেন।

[৫] হালাল উপায়ে পশু কোরবানির জন্য ২৫০ জন ইমাম ও ২৫০ জন মাংস প্রস্তুতকারীকে প্রশিক্ষণ দেওয়ার কথাও জানিয়েছে ডিএনসিসি। এ সিটিতে কোরবানির ঈদের দিন প্রায় ১০ হাজার টন বর্জ্য তৈরি হতে পারে বলে কর্মকর্তাদের ধারণা।
[৬] বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে উত্তরে ১১ হাজার ৫০৮ জন পরিচ্ছন্নতা কর্মী ছাড়াও করপোরেশনের কর্মকর্তারা মাঠে থাকবেন। ২৪ ঘণ্টায় কোরবানির পশুর বর্জ্য সংগ্রহের জন্য প্রায় ৬ লাখ বিশেষ ধরনের ব্যাগ বিতরণ করা হবে।
[৭] বর্জ্য অপসারণে ভারী ও হালকা মিলিয়ে ৪৩০টি যানবাহন প্রস্তুত রেখেছে উত্তর সিটি কর্তৃপক্ষ। ১১টি পানির গাড়ির মাধ্যমে স্যাভলন ও ব্লিচিং মিশ্রিত পানি ছিটিয়ে কোরবানির স্থান দূষণমুক্ত করা হবে।
[৮] ইতোমধ্যে ৫১ টন ব্লিচিং পাউডার ও ৫ লিটার ধারণক্ষমতার ৯৬০ ক্যান তরল জীবাণুনাশক ছিটানোর ব্যবস্থা করা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএনসিসি।
[৯] ঈদের দিন দুপুর থেকে শুরু করে ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণের সব বর্জ্য অপসারণ শেষ করার লক্ষ্যের কথা জানিয়েছেন এ সিটির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন।

[১০] তিনি বলেন, আমরা সকাল থেকেই কাজ শুরু করব। প্রতিদিনের বর্জ্য প্রতিদিনই সরিয়ে নেওয়ার লক্ষ্য নিয়েছি। এজন্য আমরা যন্ত্রপাতি ও কর্মীদের প্রস্তুত রেখেছি। কোরবানির সময় কোভিড-১৯ বিস্তার মোকাবিলায় সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান ডিএসসিসির এই কর্মকর্তা।

[১১] ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ হাজার নিয়মিত কর্মীর সঙ্গে আরও দেড় হাজার পরিচ্ছন্নকর্মী যোগ দেবেন কোরবানির পশুর বর্জ্য অপসারণে । তিনশ ভারী ট্রাক ও যন্ত্রপাতি, ১ লাখ ব্যাগ, এক লাখ প্রচারপত্র বিলি করা হবে।

[১২] বদরুল আমিন বলেন, কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মানার জন্য আমরা কিছু ব্যবস্থা নিয়েছি। বর্জ্য ব্যবস্থাপনা কর্মীদের আমরা বুট, গ্লাভস, মাস্ক, রেইনকোট সরবরাহ করেছি। স্বাস্থ্যবিধি রক্ষা করে কাজ করে বর্জ্য ব্যবস্থাপনা করা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়