শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২০, ০৪:০১ সকাল
আপডেট : ৩১ জুলাই, ২০২০, ০৪:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোরবানির পশুর হাট বসার অনুমতি দেয়ায় ছাত্রলীগ নেতাকে চেয়ারম্যানের হুমকি

ফজলুল হক, জাককানইবি প্রতিনিধি : [২] টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে দেখে নেয়ার হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী রবিন মিয়া মির্জাপুর থানায় সাধারণ ডায়েরির প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়। তিনি ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের (২০১৬-১৭) শিক্ষাবর্ষের মেকানিক্যাল বিভাগের শিক্ষার্থী, মহেড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক এবং স্বেচ্ছাসেবী সংগঠন মহেড়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা।

[৩] স্থানীয় সূত্রে জানা যায়, বন্যা পরিস্থিতিতে পানি বেড়ে যাওয়ায় কোরবানি পশুরহাট বসার স্থান নিয়ে বিপাকে পড়েছেন স্থানীয় জনগণ। পশুরহাটের জন্য কোন মাঠ প্রস্তুত না থাকায় ইউনিয়ন পরিষদের সামনে ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক রবিন মিয়া ইউপি অফিসের সামনে খালি জায়গায় হাট বসার সাময়িক অনুমতি দিলে ক্ষেপে গিয়ে ঐ শিক্ষার্থীকে দেখে নেয়ার হুমকি দেন মহেড়া ইউনিয়নের চেয়ারম্যান বাদশা মিয়া। পাশাপাশি চেয়ারম্যানের অনুসারীরাও নানাভাবে রবিনকে হুমকি দিয়ে আসছেন। এই ঘটনায় এলাকার চরম দুর্ভোগে নিপাতিত সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্বপালনে এবং নিজের পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন শিক্ষার্থী রবিন মিয়া।

[৪] শিক্ষার্থী রবিন মিয়া জানান, আমি এলাকার মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে পরিষদের সামনে খোলা জায়গায় সাময়িক হাট বসানোর কথা বললে ইউপি চেয়ারম্যান আমাকে হুমকি দিয়ে বলেন, সে কে অনুমতি দেবার? মানুষের সমস্যার ব্যাপারে তাঁর কেন এতো মাথা ব্যাথা? একপর্যায়ে তাকে বলেন “যতটুকু আছো ততটুকু থাকার চেষ্টা কর, অন্যথায় ডানা ছেঁটে দিব” এবং দেখে নেয়ার হুমকি দেন।

[৫] উক্ত ঘটনায় অভিযুক্ত চেয়ারম্যান বাদশা মিয়ার মুঠোফোনে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেনি এবং ক্ষুদে বার্তা পাঠালেও কোন উত্তর পাওয়া যায়নি।

[৬] মহেড়া ইউনিয়নের স্থানীয় সূত্রে জানা যায়, একজন নাগরিক হিসেবে রবিন নানাভাবে করোনাকালীন সময় থেকে এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে এবং যুবকদের নিয়ে সেচ্ছাসেবী হিসেবে গরীব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। এখনো এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গ্রামের এই ছেলেগুলো আমাদের কথা চিন্তা করে পরিষদের সামনে হাট বসানোর ব্যবস্থা করলে চেয়ারম্যান তাদেরকে হুমকি দামকি দিয়ে উঠিয়ে দেন এবং রবিনকে দেখে নেয়ার হুমকি দেন। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়