শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২০, ১২:১৮ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০২০, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাকন রেজা: কোরবানির ঈদ আর পশুপ্রেমীদের আস্ফালন

কাকন রেজা: ফি বছর কোরবানি ঈদ আসলেই শুরু হয়ে যায়। এবারও পশুপ্রেমীদের কোরাস শুরু হয়েছে । দুদিন আগেও যারা ফেসবুকে বিরিয়ানির ছবি দিয়ে তৃপ্তির ঢেকুর তুলেছেন, আজ তারাও পশুবাদী। পশু হত্যার বেদনায় তাদের খিচুঁনিওয়লারা দুদিন আগেও খুন হয়ে যাওয়া মানুষের ছবি দেখে নিরব থেকেছেন। গুম হয়ে যাওয়া মানুষের জন্য তাদের স্ত্রী- সন্তানের আহাজারি এড়িয়ে গেছেন।

যেমন ,আজকে অনেকেই মালয়েশিয়ায় গ্রেফতার রায়হান কবিরের ব্যপারে কেঁদে আকুল হোন। তার মুক্তির কথা বলেন। নিজ দেশে এমন ঘটনায় থাকেন,স্পিকটি নট। আল জাজিরাতে সাক্ষাৎকার দেবার জন্য দেশেও প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড পাওয়া ফটো সাংবাদিক ড.শহিদুল আলম জেল খেটেছিলেন। জন্ম বা মৃত্যু বিষয়ক কোন অনুষ্ঠানে যখন শত গরুর জবেহ করার খবর দেয় গণমাধ্যম, তখন কিন্তু কেউ কথা বলেন না। তাদের দু:খ লাগে না। মেজবানির জম্পেশ কালাভুনা খাবার পর সামাজিকমাধ্যমে স্বাদের বর্ণনা দিতে তাদের বোধ-বুদ্ধিতে বাধে না। বাধে শুধু কোরবাণীর বেলায়। ইসলাম শুধু নয়, দেবতার তুষ্টির জন্য হিন্দু ধর্মেও বলি দেয়া হয়। অন্য অনেক ধর্মেও একই ভাবে পশু উৎসর্গ করা হয়। স্পেনে শুধুমাত্র খেলার জন্য যাড়কে খুচিঁয়ে মারা হয়। এমন উদাহরণ দিতে গেলে অসংখ্য দেয়া যাবে। দিয়ে লাভ কী, এসব উদাহরণ দিতে গেলে অসংখ্য দেয়া যাবে। দিয়ে লাভ কী, এসব উদাহারণে পশুবাদীদের কিছু যাবে আসবে না। তাদের কানে তুলো এবং বোধে রয়েছে মুলোর লোভ। এটা মূলত এক ধরণের অন্ধ বিদ্বেষ। বলা যায় ইসলাম বিদ্বেষ।

অনেক ধর্মেই পশু হত্যার বিষয়টি রয়েছে, সেসব ক্ষেত্রে কথা না উঠে যখন শুধু মাত্র কোরবানির ক্ষেত্রে উঠে, তখন বিষয়টি পরিস্কার হয়ে যায়। এটাকে অনেকে ইসলামফোবিয়া বলেন। এটা ভাবা ভুল। আতঙ্ক সৃষ্টি হয় ভয় থেকে। পশুবাদীদের বিদ্বেষে ভয় নেই, রয়েছে উদ্দেশ্য ও লক্ষ্য। আর ফোবিয়াটা সেই উদ্দেশ্য-লক্ষ্য থেকে সৃষ্ট। মানুষকে ইসলাম সর্ম্পকে ভুল-ভাল জ্ঞান দেয়ার জন্য ফোবিয়াটা দরকার।যাকগে,যারা কোরবানি করছেন,তারা সাবধানে করবেন। করোনাকালে স্বাস্থবিধি মেনে করবেন। আর কোরবানিকে প্রদর্শনবাদীতার নিদর্শন বানাবেন না। আপনি কত টাকায় কোরবানির পশু কিনলেন সেটা বিযয় নয়, বিযয় হলো আপনি সৎ উপার্জনে কিনেছেন কিনা। আপনার সৎ উপার্জনে কেনা দশ হাজার টাকার ছাগলের সমুখে অসৎ উপার্জনের দশ লাখের গরুও সামান্য। যেমন সামান্য গরীব মানুষের হক আদায়ে আপনার কোরবানির মানসিকতার সামনে পশুবাদীদের অনর্থ আস্ফালন।

লেখক : সাংবাদিক ও কলামিস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়