শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২০, ১১:১১ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০২০, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসিফ আকবর: আসুন, কোরবানির পশুর সঙ্গে মনের পশু কোরবানি দিয়ে বানভাসি অসহায় মানুষের পাশে দাঁড়াই

আসিফ আকবর: বাংলাদেশে কারা বারবার মরে? এক কথায় উত্তর-কৃষক। বন্যা, খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টির সব চাপ গিয়ে পড়ে আমাদের কৃষকের উপর। আমি একটি গৃহস্থ পরিবার থেকে বেড়ে উঠেছি। খুব কাছে থেকে দেখেছি তৃণমূল কৃষক কীভাবে ধীরে ধীরে নিঃস্ব হয়ে যায়। পরিবারের মুখের অন্ন যোগাতে ধানি জমি বসতভিটা হালের গরু বিক্রি করে একসময় হাত পাতে দাদন ব্যবসায়ীর কাছে। তারপর আক্রান্তÍ হয় সুদের করাল থাবায়। আমি নিজে দেখেছি একটি একটি স্বচ্ছল গৃহস্থ্য পরিবার কিভাবে সব হারিয়ে কপর্দকশূন্য হয়েছে। কাছের মানুষকে যেন মুখ দেখাতে না হয় তাই দুরে গিয়ে রিকশা চালায়। যে ঘরে আগে হতো মেহমানদারী সেই ঘরের মালিক আজ হতদরিদ্র। আমরা ঢাকায় বসে হাজার হাজার কোটি টাকার উড়ে যাওয়ার গল্প শুনি। গরিব কৃষকের জন্য কুম্ভীরাশ্রু পতন চলছে নিরবধি। চকচকে কোট টাই পরিহিত তথাকথিত সমাজ চিন্তকরা আকণ্ঠ দুর্নীতিতে ডুবে কৃষকের ভাগ্যন্নোয়নের গল্প বলে যাচ্ছে। অনর্গল মিথ্যায় খোদার আরশ কেঁপে উঠে, তবুও তাদের প্র্রহসন বন্ধ হয় না। ফসলের দাম পায় না, ঋণের আষ্টপৃৃষ্ঠ থেকে বেরুতে পারে না। মুখে খাবার নেই শিক্ষাতো সুদূর পরাহুত ব্যাপার। কামার কুমার জেলে তাঁতি পেশা পরিবর্তন করে কোথাও কিছু করবে সেটাও পারছে না। কারণ সে অন্যকিছু শিখেনি। শহরের মানুষের কাছে তারা অপাংক্তেয় চাষার দল। চাটার দলের মায়াবি যাদুর খপ্পরে আটক কৃষাণীর চোখে সীমাহীন শূন্যতা।
করোনার নতুন পরিস্থিতিতে অসহায় মানুষ মুখোমুখি হয়েছে সর্বনাশা বন্যার। আসন্ন কোরবানীর ঈদ নিয়ে পড়েছে বিপাকে। পশু রাখা যাচ্ছে না, হাটেও বিকোচ্ছে না। নীরব কান্নার রোল প্রতিটি খামারির ঘরে। আমিও ভেবেছিলাম এবার কোরবানি দেবো না, খরচটা বিতরণ করে দেবো। একজন ইসলামিক স্কলারের বক্তব্য শুনে সিদ্ধান্তÍ বদলেছি। অসহায় কৃষক আর প্রান্তিÍক খামারিদের বাঁচাতে হলে পশু কোরবানি দেওয়া প্রয়োজন। নইলে বানভাসী মানুষের খাদ্য আর পশুখাদ্যের সংকট কাটিয়ে ওঠা মুশকিল। একটা অনুরোধ থাকবে- হাটে গিয়ে তাদের প্রতি সদয় থাকুন আল্লাহর ওয়াস্তে। আসুন এই কোরবানির পশুর সঙ্গে মনের পশু কোরবানী দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াই। এই চূড়ান্ত দুঃসময়ে আমরা সবাই মানবিক হয়ে উঠি। ভালোবাসা অবিরাম। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়