শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২০, ০৮:৪৭ সকাল
আপডেট : ৩১ জুলাই, ২০২০, ০৮:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৬ উইকেটের জয় দিয়ে ওয়ানডে লিগ শুরু ইংল্যান্ড

রাহুল রাজ : [২] সাউথ্যাম্পটনে বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে জিতেছে ওয়েন মর্গ্যানের দল। গত বিশ্বকাপের পর দেশের মাটিতে এটাই ছিল বিশ্ব চ্যাম্পিয়নদের প্রথম ওয়ানডে।

[৩] উইলির দারুণ বোলিংয়ে ৪৪ ওভার ৪ বলে ১৭২ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। জবাবে ২৭ ওভার ৫ বলে লক্ষ্য ছুঁয়ে ফেলে ইংল্যান্ড। করোনাভাইরাস বিরতির পর এটাই প্রথম ওয়ানডে। এই ম্যাচ দিয়েই শুরু হলো ১৩ দলের ওয়ানডে সুপার লিগ।

[৪] দিনের শুরুতে ইংল্যান্ডের বোলিং তোপে পড়ে আয়ারল্যান্ড। ডিজে উইলে ৫ উইকেট সংগ্রহের দিন সব উইকেট হরিয়ে আয়ারল্যান্ডের সংগ্রহ ১৭২ রান। দলের পক্ষে সি ক্যাম্পার সর্বচ্চো অপরাজিত ৫৯ রানের ইনিংস খেলেন। এআর ম্যাকব্রাইনের ব্যাট থেকে আসে ৪০ রান। আরো কোন ব্যাটসম্যান তেমন বড় কোন স্কোর বোর্ডে যোগ করতে পারি নি।

[৩] ১৩৯ দিন পর ফিরছে ওয়ানডে ক্রিকেট। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে স্বাগতিক ইংল্যান্ড ও আয়ারল্যান্ড। এই সিরিজ দিয়ে পথচাল শুরু হচ্ছে আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের। সাউদাম্পটনের অ্যাশেজ বোলে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড প্রথম ওয়ানডে শুরু হয় সন্ধ্যা ৭টায়। টসে জিতে ফিল্ডিং করার সিধান্ত নেয় ইংল্যান্ড।

[৪] ইংল্যান্ড দল: ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী (সহ-অধিনায়ক), জনি বেয়ারস্টো, টম ব্যান্টন, স্যাম বিলিংস, টম কারান, লিয়াম ডসন, জো ডেনলি, সাকিব মাহমুদ, আদিল রশিদ, জেসন রয়, রিস টপলি, জেমস ভিন্স এবং ডেভিড উইলি।
[৫] আয়ারল্যান্ড দল: অ্যান্ড্রু ব্যালবির্নি (অধিনায়ক), পল স্টার্লিং (সহ-অধিনায়ক), কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জশ লিটল, অ্যান্ড্রু বেকব্রিন, ব্যারি ম্যাকার্থি, কেভিন ও’ব্রায়েন, উইলিয়াম পোর্টারফিল্ড, বয়েড র‌্যানকিন, সিমি সিং, হ্যারি টেকটর, লরসান টাকার ও ক্রেইগ ইয়ং।

[৬] ইংল্যান্ড-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজের সূচি :
৩০ জুলাই : প্রথম ওয়ানডে
১ আগস্ট : দ্বিতীয় ওয়ানডে
৪ আগস্ট : তৃতীয় ওয়ানডে

[৭] সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড: ৪৪.৪ ওভারে ১৭২ (স্টার্লিং ২, ডেলানি ২২, বালবার্নি ৩, টেক্টর ০, ও’ব্রায়েন ২২, টাকার ০, ক্যাম্পার ৫৯*, সিমি ০, ম্যাকব্রাইন ৪০, ম্যাককার্থি ৩, ইয়ং ১১; উইলি ৮.৪-২-৩০-৫, মাহমুদ ৯-১-৩৬-২, রশিদ ১০-৩-২৬-১ কারান ৭-০-৩৭-১, মইন ১০-০-৩৭-০)
ইংল্যান্ড: ২৭.৫ ওভারে ১৭৪/৪ (রয় ২৪, বেয়ারস্টো ২, ভিন্স ২৫, ব্যান্টন ১১, বিলিংস ৬৭*, মর্গ্যান ৩৬*; ম্যাককার্থি ০.৫-০-৩-০, স্টার্লিং ০.১-০-১-০, ইয়ং ৮-০-৫৬-২, ম্যাকব্রাইন ৮-০-৪৭-১, ক্যাম্পার ৫-০-২৬-১, সিমি ৩.৫-০-২৩-০, ডেলানি ২-০-১২-০)

ফল: ইংল্যান্ড ৬ উইকেটে জয়ী

  • সর্বশেষ
  • জনপ্রিয়