শিরোনাম
◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২০, ০৩:৩৭ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০২০, ০৩:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রেতা নেই আজিজ সুপার মার্কেটে, ঈদ ব্যবসা মন্দা

মনিরুল ইসলাম: [২] ঈদুল আযহার এক দিন বাকী। মার্কেটগুলোতে উপচে পড়া ভিড় নেই। ক্রেতাদের ঠেলাঠেলি-ধাক্কাধাক্কি চোখে পড়ছে না। এবার এমনই সম্পুর্ণ ব্যতিক্রম দৃশ্য চোখে পড়লো বিপনী বিতানগুলোতে৷ । একদিন পর ঈদ অধিকাংশ মার্কেটে বিক্রেতারা অলস সময় কাটাচ্ছেন। দু-একজন ক্রেতা কেনাকাটার জন্য মার্কেটে গেলেও কেনাকাটা কম।

[৩] আজ বেলা ২ টায় রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে গিয়ে এমনই দেখা গেলো । তবে মার্কেট ঘুরে দেখা গেছে, দোকানে দোকানে রঙ-বে রঙের পোশাক আছে। বিশেষ করে তরুণ-তরুণীদের জন্য পাঞ্জাবি, টি-শার্ট, প্যান্ট, ফতোয়া, থ্রি-পিস, ছোটদের বিভিন্ন পোশাকে দোকানগুলো ঠাঁসা। দেশাল, প্লাস পয়েন্ট, রেক্স, সাদাকালো, ফানুস, রঙ, নিত্যউপহার, ক্যানভাস, সারাবেলা, পৌষ, টোটেমের ফ্যাশন হাউজে পণ্যের ঘাটতি নেই।

[ ৪] এক দোকান মালিক বলেন, কোন ঈদেই এ রকম মন্দা যায়নি। কোভিড-১৯ এর কারণে এমন হলো। এবার ক্রেতা নেই বললেই চলে। আজিজ সুপার মার্কেটে মোহাম্নদপুর থেকে আসা রিফাত বলেন, করোনার কারণে ঈদে কেনাকাটা করতে ভয় পাচ্ছি। তবে ছোট ছেলের জন্য আসতে হয়েছে। ঈদ তো ছোটদেরই।

[৫] একই ধরণের কথা বলেন খিঁলগাও থেকে আসা কলেজ পড়ুয়া শিল্পী। আমার ২ ছেলে। তাদের জন্য কিনতে আসা। আমি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই এই মার্কেট থেকে কেনাকাটা করি। তাই আসা।

[৬] এদিকে, আজিজ মার্কেটের দোকান মালিক সমিতির সভাপতি নাজমুল আহসান বলেন, করোনা কারণেই ব্যবসা মন্দা। এই ঈদে ব্যবসা নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়