শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২০, ০১:৫০ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০২০, ০১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমলগঞ্জে সংক্রমণ প্রতিরোধে ক্যাম্পেইন নিয়ে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন

সোহেল রানা, মৌলভীবাজার প্রতিনিধি: [২] বৃহস্পতিবার দুপুরে কমলগঞ্জ উপজেলা সদরের ভানুগাছ বাজারে এ কার্যক্রম পরিচালিত হয়েছে। কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়,করোনা সংক্রমণ প্রতিরোধে এখন সবচেয়ে জরুরী হচ্ছে ঘরের বাহিরে গেলে মাস্ক পরতে হবে। সরকারিভাবেই তা বাধ্যতামূলক করা হয়েছে।

[৩] তার পরেও কমলগঞ্জে দেখা যায় ৭০ শতাংশ মানুষজন হাট-বাজারে মাস্ক না পরেই বের হন। তাই মাস্ক পরা হচছে কিনা তা তদারিককালে বৃহস্পতিবার দুপুরে বের হয়েছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো.রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক ও কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আরিফুর রহমান। এসময় কমলগঞ্জ উপজেলা চৌমুহনা ও ভানুগাছ বাজারে যারা মাস্ক না পরে বের হয়েছেন তাদের আটকিয়ে মাস্ক পরিয়ে দেওয়া হয়।

[৪] কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো.রফিকুর রহমান বলেন,বর্তমানে জানা যায় মাস্ক না পরার কারণেই করোনা সংক্রমণ বেশী হচ্ছে। সরকারিভাবে নানা উদ্যোগ নিয়ে সচেতনতা সৃষ্টি করেও মানুষজনকে সচেতন করা যাচ্ছে না। বেশীর ভাগ মানুষই মাস্ক না পরেই রাস্তায় ও হাট বাজারে বের হয়েছেন। এতে করে নিজের সাথে অন্যেরও ক্ষতি করছেন। তিনি আরও বলেন প্রথমত মানুষজনকে বুঝিয়ে মাস্ক পরাছেন পরবর্তীতে প্রয়োজনে অভিযান করে জরিমানা করা হবে।

[৫] কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, মানুষজন নিজে থেকে সচেতন না হলে কোন ভাবেই করোনা সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব নয়। তাই তদারকি অভিযানের মাধ্যমে এখন যারা মাস্ক পরছেন না তাদের মাস্ক পরানো হয়েছে।

[৬] কমলগঞ্জ থানার ওসি মো.আরিফুর রহমান বলেন,করোনা সংক্রমণ শুরু থেকে প্রশাসনের সাথে পুলিশ সদস্যরা মাঠে কাজ করছে। আর করোনা প্রতিরোধে সম্মুখ যোদ্ধা হিসেবে অনেক পুলিশ সদস্য ও কর্মকর্তা মারা গেছেন। আক্রান্ত হয়েছেন অনেক। কমলগঞ্জে হাট বাজার ও রাস্তায় তার (ওসির) নেতৃত্বে গত কয়েকদিন ধরে মাস্ক পরাছেন।

[৭] বৃহস্পতিবার প্রশ্সানের সাথে যৌথভাবে আবার এ কাজটি করছেন তিনি। তিনি আরও বলেন,একই সাথে কমলগঞ্জ মাদকমুক্ত করতে প্রতি নিয়তই চলছে পুলিশি অভিযান। প্রতি দিনই কোন না কােন জায়গা থেকে মাদকসহ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করছে পুলিশ। ইনশাআল্লাহ সকলের সহযোগিতায় খুব শীগ্রই কমলগঞ্জকে মাদকমুক্ত ঘোষণা করা হবে বলেও তিনি জানান। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়