শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২০, ০১:২৯ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০২০, ০১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেজোস, জাকারবার্গ ও মাস্কের কোভিড মহামারিকালে আয় ১১৫ বিলিয়ন ডলার

রাশিদ রিয়াজ : [২] লাখ লাখ মার্কিনী নাগরিক বেকার, যুক্তরাষ্ট্রের অর্থনীতিবিদরা এক বাক্যে স্বীকার করছেন ইতিহাসের সবচেয়ে নাজুক পরিস্থিতিতে পড়েছে মার্কিন অর্থনীতি তবে প্রযুক্তি মোগলরা তাদের আয়ের দিক থেকে সাড়ে ১১ হাজার কোটি ডলার ছাড়িয়ে গেছেন। আরটি

[৩] ব্লুমবার্গ সূচক বলছে তাদের মোট আয় বিশ্বের ৫’শ ধনীর সম্পদের দ্বিগুণের কাছাকাছি পর্যায়ে পৌঁছে গেছে। ২০১৬ সালে তাদের সম্পদ ছিল ৭৫১ বিলিয়ন ডলার, এখন তা ১.৪ ট্রিলিয়ন ডলার। এদের আয় যে কোনো খাতের চেয়ে দ্রুত গতিতে ঘটেছে।

[৪] বিশ্বের ১০ জন ধনী লোকের সম্পদ এসেছে প্রযুক্তি খাত থেকে। এদের সম্পদের পরিমাণ ৬৬৬ বিলিয়ন ডলার। এবছর তাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে ১৪৭ বিলিয়ন ডলার। ১০ শীর্ষ ধনীর মধ্যে যারা প্রযুক্তি খাতের বাইরে তাদের সম্পদ শুধু হ্রাস পেয়েছে। এদের মধ্যে আছেন বার্নার্ড আরনল্ট ও ওয়ারেন বাফেটও রয়েছেন।

[৫] মার্কিন গাড়ি তৈরি কোম্পানি টেসলার শেয়ারমূল্য বৃদ্ধি পাওয়ায় এর মালিক এলন মাস্কের মোট সম্পদের পরিমান দাঁড়িয়েছে ৬৯.৭ বিলিয়ন, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সম্পদের পরিমান ৬৩.৬ বিলিয়ন ও ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের সম্পদ রয়েছে ৯.১ বিলিয়ন ডলার।

[৬] শিকাগো বুথ স্কুল অব বিজনেসের ফিনান্সের অধ্যাপক লুইজি জিঙ্গালেস বলেন, নাটকীয়ভাবে ‘ব্রিক এন্ড মর্টার’ অর্থনীতি অনলাইন অর্থনীতিতে রুপান্তরিত হচ্ছে। এখন যা ঘটছে সপ্তাহে তা হয়ত বছরে ঘটত। অ্যাপেল, অ্যামাজম, অ্যালফ্যাবেট, ফেসবুক ও মাইক্রোসফট এই ৫ মার্কিন প্রযুক্তি কোম্পানির বাজার মূলধন মার্কিন অর্থনীতির গ্রস ডোমেস্টিক প্রডাক্টের ৩০ শতাংশ। ২০১৮ সালে এসব কোম্পানির মোট আয় ইতিমধ্যে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়