শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২০, ১২:৫৪ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০২০, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৭ বছরে চামড়া শিল্পনগরীর বর্জ্য শোধনাগার নির্মাণে সময় বেড়েছে ১৪ বার

শরীফ শাওন: [২] পরিবেশবান্ধব চামড়াশিল্প নগরী গড়েতে ২০১৪ সালের শুরুতে সাভারে শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) নির্মাণ প্রকল্প শুরু হয়। নির্মাণে দেড় বছরের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ পেলেও শেষ করতে পারছেনা চীনা ঠিকাদার প্রতিষ্ঠান জিয়াংসু লিংজাই এনভায়রনমেন্টাল প্রোটেকশন কোম্পানি ও ডেভেলপমেন্ট কনস্ট্রাকশন লিমিটেড।

[৩] বাংলাদেশ ট্যানারি অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি শাহীন আহমেদ বলেন, সাবেক প্রকল্প পরিচালক কাইয়্যুমের দুর্নীতির কারণে অদক্ষ ঠিকাদার কাজ পেয়েছে। এছাড়াও বুয়েটকে মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হলে তারা সঠিকভাবে তা পালন করেনি। এ কাজের জন্য বুয়েটকে ১২ কোটি টাকা দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রতিনিয়ত সরকারপক্ষের সঙ্গে কথা হচ্ছে, এখন পর্যন্ত প্রকল্প শেষের আশ্বাস পাইনি।

[৪] বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) পরিচালক (প্রকৌশল ও প্রকল্প বাস্তবায়ন) আতাউর রহমান সিদ্দিকী বলেন, ইটিপি নির্মাণের সকল কাজ শেষ হয়েছে। অটোমেশন প্রক্রিয়া চালু ও ল্যবরেটরি ব্যবহার প্রশিক্ষণ কাজ বাকি রয়েছে। অটোমেশন থেকে পুরো প্ল্যান্ট পর্যবেক্ষণ করা হয়।

[৫] আতাউর রহমান বলেন, অটোমেশন প্রক্রিয়া চালু করতে গত বছরের ডিসেম্বরে চীন থেকে একজন দক্ষ প্রশিক্ষক আসার কথা থাকলেও প্রথমে চীন ও পরে বাংলাদেশে মহামারির কারণে বিলম্ব হয়। গত এক মাস আগে তিনি এসেছেন এবং কাজ চলমান রয়েছে। ল্যাবরেটরির কাজের জন্য প্রশিক্ষণ দিতে অপর একজন চীনা প্রশিক্ষক আসবেন। আশা করছি ডিসেম্বরের মধ্যে তারা প্রকল্প হস্তান্তর করবেন।

[৬] তিনি বলেন, সর্বশেষ ১ এপ্রিল পর্যন্ত সময়সীমা নির্ধারণ করলেও চীনের ঠিকাদার প্রতিষ্ঠানটি ব্যর্থ হয়। জরিমানা হিসেবে প্রকল্পের ১০ শতাংশ অর্থ কেটে রাখা হয়। তিনি আরও বলেন, ঠিকাদার প্রতিষ্ঠানটি যাদের দিয়ে কাজ করাচ্ছে তাদের সঙ্গে অন্তর্দ্ব›দ্ব ও মামলাসহ বিভিন্ন জটিলতার কারণে কাজে ধীরগতি দেখা দেয়। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়