শিরোনাম

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২০, ০৯:৫৯ সকাল
আপডেট : ৩০ জুলাই, ২০২০, ০৯:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খুলনার শীর্ষ সন্ত্রাসী মিনা কামাল বন্দুকযুদ্ধে নিহত

শরীফা খাতুন : [২] খুলনার রূপসার নৈহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল (৫৫)ওরফে মিনা কামাল র‌্যাবের সাথে বন্ধুকযুদ্ধে নিহত হয়েছেন। জেলা পুলিশের শীর্ষ অস্ত্রধারী সন্ত্রাসীর তালিকায় ছিলো তার নাম।

[৩] বৃহস্পতিবার ভোরে বাগেরহাট জেলার রামপালে বিদ্যুৎ কেন্দ্রের নিকট খুলনা-মোংলা মহাসড়কের পাশ্ববর্তী ভেকুটিমারি স্থানে এ বন্ধুকযুদ্ধে তিনি নিহত হন। রূপসায় আলোচিত সারজিল ইসলাম সংগ্রাম (২৮) হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি মিনা কামালের বিরুদ্ধে হত্যাসহ ২৫টি মামলা রয়েছে।

[৪] রামপাল থানার ডিউটি অফিসার আসছার উদ্দীন খান জানান, বন্ধুকযুদ্ধের পর র‌্যাব সদস্যরা তাকে ভোর ৬ টার দিকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে সাড়ে ৬ টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

[৫] র‌্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ জানান, রামপালের ভেকুটিমারী এলাকায় ভোর রাত ৪টা ৫০ মিনিটের দিকে অভিযান চালায় র‌্যাব। এসময় মিনা কামালের লোকজন র‌্যাবকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় র‌্যাবও পাল্টাগুলি ছোড়ে। এতে মিনা কামাল গুলিবিদ্ধ হয়। র‌্যাবের দুই সদস্য আহত হয়। হাসপাতালে নিয়ে গেলে মিনা কামালকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থান থেকে পিস্তল, গুলি, ছুরি ও মাদক উদ্ধার করা হয়।

[৬] তিনি আরও জানান, মিনা কামালের বিরুদ্ধে হত্যাসহ ২৫টি মামলা রয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়