শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২০, ০৯:৪৪ সকাল
আপডেট : ৩০ জুলাই, ২০২০, ০৯:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনের হুয়াওয়ে এখন বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোন প্রস্তুতকারক

রাশিদ রিয়াজ : [২] চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে হুয়াওয়ে সামাসাং ও এ্যাপেলকে টপকে প্রথমবারের মত বিশ্বের সর্ববৃহৎ স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানিতে পরিণত হয়েছে। হুয়াওয়ের ওপর মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও চীনে কোম্পানিটির স্মার্ট ফোন বিক্রি বেড়ে যাওয়ায় এটি সম্ভব হয়েছে। আন্তর্জাতিক বাজারে ব্যবসা কমলেও অভ্যন্তরীণ বাজারে বিক্রি বেড়েছে হুয়াওয়ের। আরটি

[৩] হুয়াওয়ের বিক্রি ৫ শতাংশ কমলেও দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটি বিক্রি করেছে ৫৫.৮ মিলিয়ন মোবাইল ফোন সেট, দ্বিতীয় স্থানে সামসাং বিক্রি করেছে ৫৩.৭ মিলিয়ন এবং দক্ষিণ কোরিয়ার এ কোম্পানিটির বিক্রি কমেছে ৩০ শতাংশ।

[৪] আন্তর্জাতিক বাজারে একই সময়ে স্মার্টফোন বিক্রি কমেছে মোট ২৭ শতাংশ।

[৫] ৭০ শতাংশ স্মার্টফোন হুয়াওয়ে বিক্রি করেছে চীনের অভ্যন্তরীণ বাজারে। গত বছরে ইউরোপে হুয়াওয়ের স্মার্টফোন বিক্রি হয়েছিল মোট বিক্রির ২২ শতাংশ, এবার তা কমে দাঁড়িয়েছে ১৬ শতাংশ। কাউন্টারপয়েন্ট রিসার্চ বলছে হুয়াওয়ে ইউরোপে সামসাং ও এ্যাপেলের পিছনে তৃতীয় অবস্থানে রয়েছে।

[৬] বিশ্লেষকরা বলছেন চীনের বড় জনসংখ্যা দেশটির যে কোনো কোম্পানির পণ্য বিক্রিতে আন্তর্জাতিক বাজারে অংশীদার হয়ে উঠতে সাহায্য করে। তবে কোভিড মহামারিতে বিশ^ব্যাপী মোবাইল ফোনের বাজারে ব্যাপক ধস নেমেছে।

[৭] বিশ্লেষক ক্যানালিস মো জিয়া বলেন হুয়াওয়ের পক্ষে বাজারের শীর্ষ স্থান ধরে রাখা খুবই কঠিন হবে। কারণ ইউরোপে হুয়াওয়ের বাজার টিকিয়ে রাখা মার্কিন চাপের জন্যেই খুবই ঝুঁকিপূর্ণ। শুধু চীনের বাজারে প্রাধান্য রেখে হুয়াওয়ে বেশি দূর যেতে পারবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়