শিরোনাম

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২০, ০৯:১৯ সকাল
আপডেট : ৩০ জুলাই, ২০২০, ০৯:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]রাজধানীর দক্ষিণ সিটির নিম্নাঞ্চলও বন্যায় প্লাবিত

শিমুল মাহমুদ: [২] দক্ষিণ সিটির বেরাইদ, সাঁতারকুল, গোড়ান, বনশ্রী, বাসাবো, আফতাবনগরের নিচু এলাকা প্লাবিত হয়েছে। ৭০ নম্বর ওয়ার্ডের নলছাটা, দুর্গাপুর, তাম্বুরাবাদ, ধিৎপুর, খলাপাড়া, ঠুলঠুলিয়া, আমুলিয়া-মেন্দিপুর এলাকার নিম্নাঞ্চল ডুবেছে।

[৩] খিলগাঁও এলাকায় ৭৫ নম্বর ওয়ার্ডের বিচ্ছিন্ন এলাকাগুলোর মধ্যে ইদারকান্দি, ফকিরখালী, দাসেরকান্দি ও গজাইরাপাড়ার রাস্তাঘাট ও নিম্নাঞ্চল পানিতে তলিয়েছে। ডিএসসিসির ৬, ৭১, ৭৩, ৭৫ নম্বর ওয়ার্ডের অধিকাংশ এলাকায় ছড়িয়ে পড়েছে বন্যার পানি।

[৪] বানের পানি ঢুকতে শুরু করেছে ডেমরা, যাত্রাবাড়ী ও ডিএনডি বাঁধ এলাকায়।

[৫] বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভুঁইয়া বলেন, মূলত পূর্বাঞ্চল দিয়ে শীতলক্ষ্যা ও বালু নদের পানি প্রবেশ করছে। এক সপ্তাহ পর পানি নেমে যাবে।

[৬] আবহাওয়া অধিদপ্তর বলছে, ৩১ জুলাই থেকে বৃষ্টিপাত কমার সম্ভাবনা রয়েছে।

[৭] ঢাকা আশপাশের বালু, তুরাগ ও টঙ্গীখালের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধামরাইয়ের আটটি ও সাভারের পাঁচটি ইউনিয়নের রাস্তা-ঘাট, ফসলি জমি ও মাছের ঘের পানিতে ডুবে গেছে। দোহার ও সাভারের বন্যা পরিস্থিতিরও অবনতি হয়েছে।

[৮] দেশের উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি ঘটলেও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পদ্মার পানি বইছে বিপৎসীমার ওপর দিয়ে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়