শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২০, ০২:০৮ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০২০, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোম্পানীগঞ্জে বিকাশ ডিলারের ৯০ লাখ টাকা লুটের অভিযোগ!

নুর উদ্দিন মুরাদ : [২] নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ডিলারের ৯০ লাখ টাকা লুটের অভিযোগ করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে ব্যাগ ভর্তি টাকা নিয়ে অফিসে আসার পথে চরহাজারী ইউনিয়নের ২নং ওয়ার্ডে এমন ঘটনা ঘটে বলে ম্যানেজার সুমন মজুমদার অভিযোগ করেন।

[৩] পুলিশ এ ঘটনায় বিকাশের ম্যানেজার সুমন মজুমদার (৪০) ও তার সাথে থাকা শিশির মজুমদারকে (৩৬) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। সুমন মজুমদার উপজেলার চরপার্বতী ২নং ওয়ার্ডের মৃত সন্তোষ কুমার মজুমদারের ছেলে ও শিশির মজুমদার চরহাজারী ২নং ওয়ার্ডের বিনোদ বিহারী মজুমদারের ছেলে।

[৪] ম্যানেজার সুমন মজুমদার জানান, তিনি সকাল ৯টার দিকে মোটরসাইকেল যোগে ব্যাগভর্তি ৯০ লাখ টাকা নিয়ে বসুরহাট অফিসে আসার পথে দুজন দূর্বৃত্ত তাকে কাঠ দিয়ে গতি রোধ করে মুখে ঘুষি দিয়ে আহত করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। মোটরসাইকেলের পিছনে সুমনের শশুরবাড়ির আত্মীয় শিশির মজুমদারও ছিলেন। সুমন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলেও জানান। তবে শিশির মজুমদার অক্ষত আছেন।

[৫] সুমনের এমন বক্তব্যকে সাজানো উল্লেখ করে বিকাশ ডিলারের মালিক ইমন শাহা দৈনিক আমাদের নতুন সময়কে বলেন, এটা পরিকল্পিতভাবে টাকা আত্মসাতের জন্য নাটক সৃষ্টি করা হয়েছে। সুমনের সাথে অফিস বা অফিসের বাহিরে আরো লোকজন জড়িত থাকতে পারেন। তিনি এ টাকা উদ্ধারের জন্য থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।

[৬] কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ রবিউল হক জানান, বিষয়টি পূর্ব পরিকল্পিত বলে মনে হচ্ছে। খবর পেয়ে ম্যানেজার সুমন মজুমদার ও তার সাথে থাকা শিশির মজুদারকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়