শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২০, ০১:৫৬ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০২০, ০১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি না মানায় অর্থদণ্ড দিলেন ভ্রাম্যমাণ আদালত

রাজু চৌধুরী : [২] বুধবার নগরীর বিবিরহাট পশু বাজার ও কর্ণফুলী পশু বাজার( নুর নগর হাউজিং এস্টেট) এ জেলা নির্বাহী প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উমর ফারুকের নেতৃত্বে দুপুর ১২ ঘটিকা থেকে ৩ ঘটিকা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে লক্ষ্য করা যায় পশুর বাজারে অনেক সচেতন ব্যাক্তিও মাস্কবিহীন, স্বাস্থ্য বিধি না মেনে বাজারে ঘুরাফেরা করছেন। সেই অপরাধে ৬ ব্যাক্তিকে ২০০ টাকা করে অর্থদণ্ড করা হয় এবং সচেতনতা সৃষ্টিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।

[৩] নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, আমরা প্রতিদিন ৩ জন ম্যাজিস্ট্রেট নগরীর সাতটি অনুমোদিত বাজারে প্রতিনিয়ত অভিযানের মাধ্যমে সরকারি নির্দেশনা অনুযায়ী সামাজিক দুরত্ব বজায় রাখতে ও বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধানে তদারকি করছি।

[৪] তিনি আরও বলেন, জনসচেতনতা বৃদ্ধিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে পশুর হাটে মাস্কবিহীনদের মাঝে মাস্ক বিতরণ করা হয় এবং সবাইকে যেন মাস্ক পরে পশুর হাটে প্রবেশ করেন সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়। ইজারাদার ও ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে , সামাজিক দুরত্ব বজায় রাখতে, প্রবেশমুখে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও মাস্ক পরতে কঠোর নির্দেশনা দেয়া হয়।

[৫] তিনি আরও বলেন, অনুমোদন ছাড়া গোল পাহাড় এলাকায় সরকারি কলোনীতে পশুর বাজার বসানোতে এক ব্যবসায়ীকে ১০,০০০ টাকা অর্থদণ্ড করা হয় এবং সিএন্ডবি কলোনীতে গরুর হাট বসানোর জন্যে আরেক ব্যবসায়ীকে ৫,০০০ টাকা অর্থদণ্ড করা হয় এবং ১ দিনের মধ্যে গরু সরানোর জন্যে মুচলেকা নেয়া হয়। নিয়মিত পশুর হাট মনিটরিংয়ের মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়