শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২০, ১২:০৫ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২০, ১২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিপিএলে একমাত্র দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার তাহির

স্পোর্টস ডেস্ক : [২] দক্ষিণ আফ্রিকার একমাত্র ক্রিকেটার হিসেবে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অংশগ্রহণ করবেন ইমরান তাহির। আরো পাঁচ ক্রিকেটারের অংশগ্রহণ করার কথা থাকলেও সফরসূচি মেলাতে না পারায় সিপিএল খেলা হবে না তাদের।

[৩] রাইসি ভন ডার ডুসেন, তাবরাইজ সামসি, অনরিচ নটজে, রাইলি রুশো ও কলিন ইনগ্রাম সিপিএল খেলতে পারবেন না। ১৮ আগস্ট ত্রিনিদাদে শুরু হবে সিপিএলের এবারের আসর। ১৪ দিনের কোয়ারেন্টাইন নিশ্চিতের জন্য ১ আগস্ট ত্রিনিদাদে পৌঁছতে হবে ক্রিকেটারদের।

[৪] ইমরান তাহির বাদে দক্ষিণ আফ্রিকার কোনো ক্রিকেটার ওই সময়ে ত্রিনিদাদে থাকতে পারবেন না। প্রথমত, ভিসা সংক্রান্ত জটিলতা, সরকারি আদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের দীর্ঘ পথ পাড়ি দিতে অনেক সময়ের প্রয়োজন। সকল কিছু বিবেচনা করে সিপিএল থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন রুশো, ইনগ্রামরা।

[৫] আগামী ১৮ আগস্ট টুর্নামেন্ট শুরু হবে। চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। ৩৩টি ম্যাচসহ দুটি সেমিফাইনাল ও একটি ফাইনাল অনুষ্ঠিত হবে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে। রুদ্ধদ্বার স্টেডিয়ামে হবে সবগুলো ম্যাচ। জীবাণুমুক্ত পরিবেশ ও দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ পরিচালনা করবে আয়োজকরা।

[৬] ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসরে খেলবেন না কোনো বাংলাদেশি ক্রিকেটার। ড্রাফটের বাইরে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুস্তাফিজুর রহমানের সিপিএল খেলার প্রস্তাব ছিল। কিন্তু জাতীয় দলের তিন ক্রিকেটারই সিপিএলের অফার ফিরিয়ে দিয়েছেন।-দ্যা ক্রিকেট ফ্যান

  • সর্বশেষ
  • জনপ্রিয়