শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২০, ০৭:২৪ সকাল
আপডেট : ২৯ জুলাই, ২০২০, ০৭:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সকল বিতর্কের অবসান ঘটিয়ে স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজানোর চেষ্টা করবো : স্বাস্থ্য ডিজি (ভিডিও)

লাইজুল ইসলাম : [২] বুধবার সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের নব নিযুক্ত মহাপরিচালক আবুল বাসার মো. খুরশীদ আলম। তিনি কোভিড-১৯ রোগীদের চিকিৎসা কার্যক্রমের খোঁজ খবর নেন। প্রত্যেকটি ওয়ার্ডে যান ও রোগীদের চিকিৎসার বিভিন্ন বিষয়ে রোগীদের সঙ্গে কথা বলেন মহাপরিচালক।

[৩] এসময় রোগীদের কাছে চিকিৎসার বিষয়ে তিনি জানতে চাইলে ভালো চিকিৎসা সেবা পাওয়ার কথা বলেন রোগিরা। তিন বেলা খাবার ও পরিস্কার পরিচ্ছন্নতা নিয়েও মহাপরিচালকের কাছে সন্তুষ্টি প্রকাশ করেন তারা।

[৪] হাসপাতালের ভেতরে মহাপরিচালক এক প্রশ্নের উত্তরে বলেন, আমার পরিবারের সদস্যরাও কোভিড আক্রান্ত ছিলো। রোগিদের কি পরিমান কষ্ট তা আমি জানি। এজন্যই পুরো হাসপাতাল ঘুরে দেখেছি। রোগিদের সঙ্গে কথা বলেছি।

[৫] এখানে এসে কি দেখছেন এমন প্রশ্নে উত্তরে তিনি বলেন, বাংলাদেশের মধ্যে যত হাসপাতাল আছে তাদের সেরাদের মধ্যে এটা সেরা কোভিড চিকিৎসা কেন্দ্র। এজন্য এই হাসপাতালের পরিচালকসহ সকল চিকিৎসক-নার্স ও স্বাস্থ্য সেবাকর্মীদের ধন্যবাদ। সুন্দর ভাবে পরিচালনা করেছেন তাঁরা।

[৬] এই সংকট কালীন সময়ে স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজাতে পারবেন কি না? এমন প্রশ্নের উত্তরে ডা. খুরশীদ বলেন, মানুষ হিসেবে আমি তো আশা করতেই পারি। তবে সব ত্রুটি যে আমি কাটিয়ে উঠতে পারবো তাও আশা করা ঠিক হবে না। তবে আমি অবশ্যই চেষ্টা করবো এটাকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়