শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২০, ০৬:২৯ সকাল
আপডেট : ২৯ জুলাই, ২০২০, ০৬:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিশু করোনা ইউনিটে বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম উপহার দিয়েছে গুড নেইবারস

মনিরুল ইসলামঃ [২] ঢাকা শিশু হাসপাতালে ‘শিশু করোনা ইউনিট’ চালু হয়েছে। ওই ইউনিটে কোভিড-১৯ চিকিৎসার বিভিন্ন সরঞ্জাম উপহার দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস, বাংলাদেশ। সংস্থাটির পক্ষ থেকে শিশুদের করোনা চিকিৎসায় সাধ্য অনুযায়ী সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

[৩] আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শিশু করোনা ইউনিটে প্রদত্ত চিকিৎসা সরঞ্জামের মধ্যে রয়েছে- ১৪টি অক্সিজেন কনসান্ট্রেটর, একটি কোভিড-১৯ স্যাম্পল কালেকশন বুথ, ৪৭০ পিস কেএন-৯৫ মাস্ক, ৩০ জোড়া গাম বুট, ৩০ বক্স হ্যান্ড গ্লাভস্, ৮০ পিস হেক্সিসল (২৪০ মি.লি), ৫টি জীবানুনাশক ফ্লোরম্যাট ও দু’টি প্যাডেল হ্যান্ডওয়াশিং বুথ। গুড নেইর্বাস-এর এই উপহার ঢাকা শিশু হাসপাতাল কৃতজ্ঞতার সাথে মনে রাখবে বলে জানিয়েছেন ঢাকা শিশু হাসপাতালের পরিচালক প্রফেসর সৈয়দ শাফি আহমেদ মুয়াজ।

[৪] বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা শিশু হাসপাতালের পক্ষে পরিচালক প্রফেসর সৈয়দ শাফি আহমেদ মুয়াজ ও গুড নেইর্বাস-এর পক্ষে কান্ট্রি ডিরেক্টর এম মাইনুদ্দিন মাইনুল এ সংক্রান্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের শিশু করোনা ইউনিটের প্রধান প্রফেসর সমীর কুমার সাহা, করোনা বিভাগের প্রধান প্রফেসর নওসাদ উদ্দিন আহম্মেদ, উপ-পরিচালক ডা. প্রবির কুমার সরকার প্রমূখ।

[৫] উল্লেখ্য, গুড নেইর্বাস দীর্ঘদিন যাবত বাংলাদেশের আর্থ-সামাজিক উন্ন্য়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থাটি দেশে কোভিড-১৯ সংক্রমিত হওয়ার আগেই জনসচেতনতা মূলক প্রচারনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে লিফলেট ও পোষ্টার বিতরণ শুরু করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়