শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২০, ০৫:৫৩ সকাল
আপডেট : ২৯ জুলাই, ২০২০, ০৫:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিশরের জনপ্রিয় ডাক্তার মাশরির মৃত্যেু শোকাহত জনগণ 

ডেস্ক রিপোর্ট : ‘সৃষ্টিকর্তার কাছে বলেছিলাম কোনোদিন গরিবের থেকে এ পয়সাও নেব না। তাদের সেবা করতেই ক্লিনিকে থাকব।’ জীবনভর এ কথা বলে যাওয়া মিশরের চিকিৎসক মোহাম্মদ মাশলি মঙ্গলবার ৭৬ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন।

আরব নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে, ‘সত্যিকারের’ গরিবের ডাক্তার বলে পরিচিত মাশলিকে শেষ শ্রদ্ধা জানাতে শতশত মানুষ এদিন বেহেইরা অঞ্চলে জড়ো হন। সেখান থেকে তার মৃতদেহ নেয়া হয় কর্মস্থলে, যেখানে জীবনের অধিকাংশ সময় তিনি কাটিয়ে গেছেন।

মাশলি গরিবের থেকে অর্থ তো নিতেনই না, অন্যদের থেকেও নামমাত্র ফি নিতেন, ৫ মিশরীয় পাউন্ড!

মৃত্যুর আগেই মিশরে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন বর্ষীয়ান এই চিকিৎসক। দেশটির একাধিক টিভিতে তাকে নিয়ে বিশেষ প্রতিবেদন প্রচারিত হয়েছে। সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠান তাকে সম্মান জানিয়েছে।

মাশলির এক সাক্ষাৎকার দেখে একবার গোটা মিশর কেঁদেছিল। পিছিয়ে পড়া একটি অঞ্চলে কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করেন সেই সাক্ষাৎকারে।

‘অল্পবয়সী এক ডায়াবেটিক শিশু তার মায়ের সঙ্গে কাঁদতে কাঁদতে আমার কাছে এসেছিল। মাকে বলছে ইনজেকশন দিতে (ইনসুলিন),’ বলতে বলতে সেদিন মাশলি নিজেই কেঁদে ফেলেন, ‘মা ওকে বলছিল, ইনজেকশন কিনলে খাবার কেনা হবে না। আমি আজও সেদিনের কথা ভুলতে পারি না। সেই থেকে সিদ্ধান্ত নেই আমার মেধা আমি গরিবদের উৎসর্গ করব।’

মাশলি নিজেই গরিব পরিবার থেকে উঠে এসেছেন। একদম শূন্য থেকে নিজের যাত্রা শুরু করেন তিনি। এরপর আকাশ ছুঁয়ে যখন আকাশে চলে গেলেন, তখন মিশর ভিজছে কান্নার বৃষ্টিতে।

সূত্র : দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়