শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২০, ০৫:৪২ সকাল
আপডেট : ২৯ জুলাই, ২০২০, ০৫:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভিয়েনায় নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে কমিউনিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

আনিসুল হক, ভিয়েনা: [২] অষ্ট্রিয়ার ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনে নবনিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত এর সঙ্গে কমিউনিটি নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাতে মিলিত হন। ২৮ জুলাই, মঙ্গলবার বিকেলে ভিয়েনার পেটার জরডানটাসে ৫০ এ অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের নিজস্ব ভবনে এই সাক্ষাৎকার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

[৩] উক্ত অনুষ্ঠানে মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত ছাড়াও মিশনের উপপ্রধান রাহাত বিন জামান, প্রথম সচিব ও দূতালয় প্রধান মো: তারাজুল ইসলাম, সহকারী কনস্যুলার অফিসার জুবায়দুল হক চৌধুরীসহ দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

[৪] কমিউনিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এবং অষ্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক ও সাংবাদিক এম. নজরুল ইসলাম, অষ্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, নোয়াখালী কল্যাণ সমিতির সভাপতি ও অষ্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি আকতার হোসেন, মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির সাবেক সভাপতি ও অষ্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান প্রমুখ।

[৫] অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দ রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিতকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত সকলের উদ্দেশ্যে বলেন, ‘এখানে আমার দায়িত্ব পালনে কমিউনিটির সকলের সহযোগিতা চাই।’ কমিউনিটি নেতৃবৃন্দ তাদের বক্তব্যে দূতাবাসকে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয় ব্যাক্ত করেন। আপ্প্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সম্পাদনা: আব্দুল্লাহ মামুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়