শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২০, ০৫:৩৮ সকাল
আপডেট : ২৯ জুলাই, ২০২০, ০৫:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিদেশগামী যাত্রীদের কোভিড-১৯ সনদ প্রদানে শর্তসাপেক্ষে সারাদেশে ১৭ হাসপতাল প্রতিষ্ঠান নির্ধারণ

শরীফ শাওন : [২] এসকল প্রতিষ্ঠান থেকে কোভিড-১৯ মুক্ত সনদ নিয়ে বিদেশ যেতে পারবেন বাংলাদেশি নাগরিকরা। এর মধ্যে ঢাকার ৪টি, চট্টগ্রামের ৩টি, খুলনা ২টি, রাজশাহী ২টি, রংপুর ২টি এবং ময়মনসিং, সিলেট ও বরিশালে ১টি করে হাসপাতাল বা প্রতিষ্ঠান রয়েছে।

[৩] স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে গত সোমবার স্বাস্থ্য সেবা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

[৪] নির্ধারিত হাসপাতাল ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, ঢাকা বিভাগের ন্যাশনাল ইনষ্টিটিউট অব লেবরেটরি মেডিসিন এন্ড রিসার্চ সেন্টার, ইনষ্টিটিউট অব পাবলিক হেলথ, ন্যাশনাল ইনষ্টিটিউট অব প্রিভেন্টিভ এন্ড সোস্যায়েল মেডিসিন, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল, খুলনার খুলনা মেডিকেল কলেজ, কুষ্টিয়া মেডিকেল কলেজ, রাজশাহীর শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (বগুড়া), রাজশাহী মেডিকেল কলেজ, রংপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ (দিনাজপুর), রংপুর মেডিকেল কলেজ, সিলেটের সিলেট ম্যাগ ওসমানি মেডিকেল কলেজ, ময়মনসিংহের ময়মনসিংহ মেডিকেল কলেজ ও বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ।
[৫] স্বারকলিপিতে জানানো হয়, ১০টি শর্তের উপর ভিত্তি করে হাসপাতাল বা প্রতিষ্ঠানগুলোকে মনোনীত করা হয়েছে। এগুলো হচ্ছে :

[৫.১] ল্যাবে নমুনা পরিক্ষায় ৩ হাজার ৫০০ এবং বাড়ি থেকে সংগ্রহে ৪ হজার ৫০০ টাকা ফি নির্ধারন। [৫.২] যাত্রীদের নিজস্ব জেলায় সিভিল সার্জন অফিসের পৃথক বুথে নমুনা প্রদান করতে পারবে। [৫.৩] নির্ধারিত ফি পরিশোধ এর সঙ্গে পাসপোর্ট ও বিমান টিকেট উপস্থাপন করতে হবে। [৫.৪] নমুনা সংগ্রহের পর থেকে যাত্রীদের আইসোলেশনে থাকার বিষয়ে নমুনা সংগ্রহের রশিদে উল্লেখ থাকতে হবে। [৫.৫] বিমান যাত্রার ৭২ ঘন্টা পুর্বে নমুনা সংগ্রহ করা যাবে না, ২৪ ঘন্টার মধ্যে পরীক্ষার ফলাফল দিতে হবে। [৫.৬] ফলাফল প্রকাশে গোপনীয়তা বজার রাখতে হবে। [৫.৭] ফলাফল ও যাবতীয় তথ্য প্রতিবেদন আকারে স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআর এ পাঠাতে হবে। [৫.৮] ফলাফল ইমিগ্রেশন ওয়েবসাইটে আপলোড করতে হবে। [৫.৯] যাত্রীদের তথ্যপ্রাপ্তি সহজতর করতে সিভিল সার্জন কার্যালয়ে কল সেন্টার স্থাপন করতে হবে। হটলাইন ফোন নম্বর, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য অধিদপ্তরে পাঠাতে হবে। [৫.১০] বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যাত্রীদের অবগতির জন্য কোভিড-১৯ পরীক্ষা সনদ প্রদানের জন্য নির্ধারিত ল্যাবসমূহের নাম ও সনদ প্রাপ্তির পদ্ধতি ব্যাপক প্রচারের ব্যবস্থা করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়