শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২০, ০৫:২৫ সকাল
আপডেট : ২৯ জুলাই, ২০২০, ০৫:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড় জয়ে সিরিজ পুনরুদ্ধার করল ইংল্যান্ড : মাইলফলক গড়ে শুভেচ্ছায় সিক্ত ব্রড

ডেস্ক রিপোর্ট : গেল বছর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন ম্যাচের টেস্ট ২-১ ব্যবধানে হেরেছিল ইংল্যান্ড। এবার নিজেদের মাটিতে টেস্ট সিরিজ পুনরুদ্ধার করলো ইংল্যান্ড। সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ইংল্যান্ড ২৬৯ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। পিছিয়ে পড়েও সিরিজটি ২-১ ব্যবধানে জিতল জো রুটের দল।

সাউদাম্পটনে সিরিজের প্রথম টেস্ট ৪ উইকেটে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ম্যানচেস্টারে দ্বিতীয় টেস্ট ১১৩ রানে জিতে সিরিজে সমতা আনে ইংলিশরা।

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে টস জিতে প্রথম ইনিংসে ৩৬৯ রান করে ইংল্যান্ড। জবাবে ১৯৭ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ফলে প্রথম ইনিংস থেকে ১৭২ রানের লিড পায় ইংলিশরা। সেই লিডকে সাথে নিয়ে তৃতীয় দিন খেলতে নামে ইংলান্ড।

২ উইকেটে ২২৬ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। ফলে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজকে ৩৯৯ রানের টার্গেট দেয় ইংল্যান্ড। সেই লক্ষ্যে খেলতে নেমে তৃতীয় দিন শেষে ২ উইকেটে ১০ রান তুলে ক্যারিবীয়রা। তাই ম্যাচ হারের শঙ্কায় পড়ে সফরকারীরা। তবে চতুর্থ দিনটি বৃষ্টির কারণে ভেস্তে যায়।

কিন্তু পঞ্চম ও শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা হার এড়াতে পারেনি। দুই পেসার ক্রিস ওকস ও স্টুয়ার্ট ব্রডের বোলিং তোপে ১২৯ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন শাই হোপ। ইংল্যান্ডের ওকস ৫টি ও ব্রড ৪টি উইকেট নেন।

প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন ব্রড। ম্যাচে ১০ উইকেট নিয়ে টেস্টে ক্রিকেটের সপ্তম বোলার হিসেবে ৫০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করলেন ব্র্রড। ইংল্যান্ডের দ্বিতীয় বোলার ও বিশ্বের চতুর্থ পেসার হিসেবে এই নজির গড়লেন তিনি। এর আগে, ইংলিশদের পক্ষে ৫০০ উইকেট শিকার করেছিলেন ব্রডেরই বর্তমান সতীর্থ অভিজ্ঞ ডান-হাতি পেসার জেমস এন্ডারসন।  প্রাণঘাতি করোনাভাইরাসের পর শুরু হওয়া ক্রিকেট সিরিজ জয়ের স্বাদ নিলো ইংল্যান্ডই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়