শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২০, ১২:০৫ দুপুর
আপডেট : ২৯ জুলাই, ২০২০, ১২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের বর্ষপূর্তি উযাপন করবে ভারত

ইমরুল শাহেদ: [২] এদিনটিকে কালো দিবস হিসেবে পালন করবে পাকিস্তান, দাবি ভারতের গণমাধ্যমের।

[৩] আর মাত্র সাতদিন পরেই ৫ আগস্ট। এদিন ভারতের সংবিধান থেকে ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে লাদাখ এবং জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলুপ্ত করা হয় এবং তিনটি অঞ্চলকে দুটি প্রদেশে বিভক্ত করে কেন্দ্রীয় শাসনের অধীনে নিয়ে আসা হয়। এদিনটির বর্ষপূর্তি উদযাপন করতে যাচ্ছে ভারত সরকার। টাইমসনাউনিউজ, আইএএনএস

[৪] এ ব্যাপারে উপত্যকার কিছু লোকের মতো সীমান্ত এলাকায়ও একটা বৈরিভাব রয়েছে। কিন্তু ভারতের জন্য অবমাননাকর এবং কাশ্মীরিদের জন্য উস্কানিমূলক কিছু ঘটনার পরিকল্পনা করছে পাকিস্তান, এমনটাই দাবি করেছে ভারতের একটি গণমাধ্যম।

[৫] টাইমসনাউনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের মাধ্যমে পাকিস্তান সরকার এমন কিছু পরিকল্পনা করছে, যার মাধ্যমে ভারতকে বিশ্বের কাছে খারাপভাবে তুলে ধরা হবে। একইসঙ্গে তারা নিজেদেরকে কাশ্মীরিদের ত্রাতা হিসেবে তুলে ধরবে।

[৬] জানা গেছে, পাকিস্তানের আজাদ কাশ্মীরে আইএসআইয়ের জনসংযোগ বিভাগ ভারতে জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক দলটির কাশ্মীর সফরের আয়োজন করতে চলেছে। বার্ষিকীর একদিন আগে পাকিস্তান ‘মুক্ত আন্দোলন’ শ্লোগানটিকে তুলে ধরতে শুরু করবে আজাদ কাশ্মীরে।

[৭] বার্তা সংস্থা আইএএনএসের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান সরকার ৫ আগস্টকে কালো দিবস হিসেবে উদযাপন করবে। আইএসপিআরের মহাপরিচালককে কাশ্মীরিদের ‘সংগ্রাম শেষ না হওয়া পর্যন্ত’ সমর্থন দিয়ে যাওয়ার জন্যও নিয়োজিত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়