শিরোনাম

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২০, ১০:১৭ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০২০, ১০:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেটে জুনিয়র টাইগারদের অনুশীলন ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক : [২] ২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল হিসেবে খেলবে বাংলাদেশ। তবে আসন্ন এই আসরের জন্য দল এখনো গোছাতে পারেনি চ্যাম্পিয়নরা। বিশ্ব পরিস্থিতি স্বাভাবিক না থাকায় এতদিনে পরবর্তী বিশ্বকাপের জন্য দল গঠনের প্রস্তুতি শুরু করতে পারে নি বাংলাদেশ। তবে আর বসে থাকা নয়। আগামী মাসেই মাঠে নামছেন যুব টাইগাররা।

[৩] জানা গেছে আগস্টে করোনা পরিস্থিতির উন্নতি হলেই অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলন শুরু হয়ে যাবে। অনুশীলনের জন্য সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামকে বেছে নিতে পারে বিসিবি।

[৪] গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন জানান, ‘আগামী মাসের ১৬-১৭ তারিখ থেকে সিলেটে অনুশীলন শুরু করতে পারি। আমরা বিকেএসপিতে ক্যাম্প করার চেষ্টা করছি। কিন্তু বিকেএসপি মনে হয় না পাবো। বিকেএসপি পেলে খুব ভাল হতো।’

[৫] সুজন আরও জানান, ‘সিলেটে স্টেডিয়াম কমপ্লেক্সেই আধুনিক ইনডোর আছে। আর অল্প দুরত্বে পর্যটনের হোটেলও আছে। কাজেই হয়তো সিলেটই হতে পারে সম্ভাব্য অনুশীলন ভেন্যু।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়