শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২০, ০৯:৪২ সকাল
আপডেট : ২৮ জুলাই, ২০২০, ০৯:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]৯৯৯ এ ফোন কলে ছিনতাইকৃত গরুবাহি ট্রাক উদ্ধার

সুজন কৈরী : [২] পুলিশ পরিচালিত জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টায় ৯৯৯ নম্বরে দিদার নামে একজন গরু ব্যবসায়ী কুমিল্লার দাউদকান্দি ব্রীজের কাছাকাছি শহীদনগর থেকে ফোন করে জানান, কিছুক্ষণ আগে তার গরু বোঝাই ‘বগুড়া ড ১১-২১৪১’ নম্বরের ট্রাকটি ছিনতাই হয়ে গেছে।

[৩] দিদার জানান, ছিনতাইকারীরা তাকে ও ট্রাকের হেল্পারকে মারধর করে ট্রাক থেকে নামিয়ে দিয়েছে। একজন গরুর রাখালকে রামদা দিয়ে কোপ দিয়েছে এবং ট্রাক ড্রাইভারকে তাদের সঙ্গে নিয়ে গেছে।

[৪] গরুবাহি ট্রাকটি নিয়ে চাঁদপুরের কচুয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে কুমিল্লার দাউদকান্দির শহীদনগরে পৌঁছালে অন্য একটি ট্রাক দিয়ে গতিরোধ করে দেশীয় অস্ত্র ও রামদা হাতে ৮ থেকে ১০ জন ডাকাত তাদের ট্রাকের ওপর হামলা করে।

[৫] দিদার আরও জানান, ট্রাকটিতে জিপিএস লাগানো আছে এবং ট্রাকটির মালিক থেকে ছিনতাইকৃত ট্রাকটির গতিপথ জানতে পারছিলেন। তিনি গরুর ট্রাকটি উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য ৯৯৯ কে অনুরোধ জানান।

[৬] ৯৯৯ তাৎক্ষণিক কলারের সঙ্গে দাউদকান্দি হাইওয়ে থানার ওসির কথা বলিয়ে দেয়। হাইওয়ে থানা তাৎক্ষণিক অভিযান শুরু করে এবং ট্রাক মালিকের দেয়া তথ্য অনুযায়ী জানতে পারে ট্রাকটি কুমিল্লা সিলেট মহাসড়ক ধরে অগ্রসর হচ্ছিল। তখন বিষয়টি মিরপুর হাইওয়ে থানাকে জানানো হলে তারা ভোর রাত পৌণে চারটা থেকে চেক পোষ্ট বসিয়ে ট্রাক তল্লাশি করতে থাকে।

[৭] দাউদকান্দি হাইওয়ে থানার এসআই নজরুল ৯৯৯ কে ভোর ৫টায় ফোনে জানান, ডাকাতদল টের পেয়ে গিয়েছিল তাদের পেছনে ধাওয়া করা হচ্ছিল এবং সামনে চেকপোষ্টে পুলিশের তৎপরতা দেখতে পেয়ে আড়েই ট্রাক থামিয়ে ডাকাতদল পালিয়ে যায়। পরে ট্রাকটি উদ্ধার করে দাউদকান্দি হাইওয়ে থানায় নেয়া হয়েছে এবং আইনী প্রক্রিয়া শেষে মালিকের কাছে হস্তান্তর করা হবে। ডাকাতদলকে আটকের চেষ্টা চলছে। ট্রাকে ১৫টি গরু ছিলো। যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়