শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২০, ০৯:০৮ সকাল
আপডেট : ২৮ জুলাই, ২০২০, ০৯:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাসায় কেউ করনায় আক্রান্ত হলে নিরাপদ থাকবেন কিভাবে

ডা. সৈয়দা সামিনা মাহজাবিন : অসুস্থ ব্যক্তির সাথে একি রুমে থাকার বেপারে যে সব বিষয় খেয়াল রাখতে হবে

১) রোগির সাথে ১ রুমে থাকা অবস্থায় সারজিকাল মাস্ক ইউস করতে হবে।
২)এক বিছানায় ঘুমান যাবে না, রোগি যেখানে ঘুমাবে তার থেকে কমপক্ষে ৬ ফিট দূরে ঘুমানোর জায়গা ঠিক করতে হবে। সম্ভব হলে রুমে আর একটা খাট রাখতে হবে, অথবা মেঝে তে বিছানা করতে হবে।
৩)রোগি যে বিছানায় থাকবে তার চারপাশে একটা আবরন রাখতে হবে, যেমন পরদা।
৪)রুমে বাতাস ঢুকতে, বা বের হতে যেনো পারে এমন ব্যবস্থা করতে হবে। জানালা খুলে এটা করা যায়।

বাথরুম নিয়ে আলোচনা:

১)বাসায় যদি দুইটা বাথরুম থাকে তাহলে রোগি এক বাথরুম ইউস করবে এবং অন্যরা অন্য বাথরুম।
কিন্তু যদি একটি বাথরুম হয় তখন কি করনিও :
দুইটা সাবধানতায়া:
* অসুস্থ ব্যক্তি বাথরুম এ যাবে সবার পরে।
*রোগির জিনিসপত্র যেমন,, ব্রাশ, চিরুনি একটা প্যকেট এ ভোরে রাখতে হবে।
২) প্রতিবার বাথরুম ব্যবহারের পরে অসুস্থ ব্যক্তি যে জায়গা গুলা ধরেছে তা জীবানুমুক্ত করতে হবে।

বাসায় কিভাবে করনা ছড়ানো প্রতিরোধ করবেন:

১)যতদূর সম্ভব রোগিকে বাকিদের থেকে আলাদা থাকতে হবে বিশেষ করে যাদের করোনা আক্রান্ত হয়ার সম্ভাবনা বেশি যেমন,, যাদের বয়স ৭০ এর উপর, যাদের ডায়াবেটিস বা হাইপারাটেনসন এর মত রোগ আছে

২)বাসায় যেকোন একজন রোগির কাছে যাবেন,, তিনি বাসার সবার থেকে দুরত্ত বজায় রাখবে।

৩) যিনি অসুস্থ তিনি রান্নাবান্না তে সাহায্য করবেনা এবং তার খাবার রুম এর বাইরে রেখে যাওয়া হবে।

৪) কোন প্রয়োজনে যদি রোগির রুম থেকে বাইরে বের হতে হয় তখন রোগি সারজিকাল মাস্ক ইউস করবে এবং যতদূর সম্ভব সবার থেকে আলাদা থাকেব।

৫) রোগি নিজের রুম ও বাথরুম নিজে ক্লিন করবে।

এইরকম বাসায় করোনা রোগি থাকা কালিন সময় কেউ বাসার বাইরে যেতে পারবেনা এবং বাইরে থেকে কেউ বাসায় আসতে পারবে না।

লেখক
ডা. সৈয়দা সামিনা মাহজাবিন
চর্ম ও যৌন বিভাগ।
কেন্দ্রিয় পুলিশ হাসপাতাল রাজারবাগ
ডা. ঝুমু খান লেজার মেডিকেল সেন্টার
অনলাইন চর্মরোগ চিকিৎসক ( হেলথমেন)

  • সর্বশেষ
  • জনপ্রিয়