শিরোনাম
◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২০, ০৬:৩৬ সকাল
আপডেট : ২৮ জুলাই, ২০২০, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইনজীবী তালিকাভুক্তি পরিক্ষায় বার কাউন্সিলের ‘সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট

নূর মোহাম্মদ : [২] আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির জন্য ২০১৭ সালের এমসিকিউ পরিক্ষায় উত্তির্ণ শিক্ষানবিশরা দ্বিতীয় বার লিখিত পরীক্ষা দিতে পারবেন না, বার কাউন্সিলের এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা হয়েছে রিটে।

[৩] ২০১৭ সালের এমসিকিউ পরিক্ষায় উত্তীর্ণ ৩ হাজার ৫৯০ জন শিক্ষানবিশ আইনজীবীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির মঙ্গলবার এ রিট করেন। রিটে ৩ হাজার ৫৯০ জন শিক্ষানবিশকে আগামী ২৬ সেপ্টেম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়ার আবেদন করা হয়েছে।

[৪] আইন মন্ত্রণালয়, বাংলাদেশ বার কাউন্সিল, বার কাউন্সিলের চেয়ারম্যান, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও (এনরোলমেন্ট) পরীক্ষা বিষয়ক কমিটির প্রধানকে বিবাদী করা হয়েছে।

[৫] আবেদনে বলা হয়েছে, বার কাউন্সিলের ২৬ জুলাইয়ের দেওয়া নোটিশে ২০১৮ সালের ১৯ ডিসেম্বরে করা সংশোধিত বার কাউন্সিল রুল এর ভুল ব্যাখ্যা করা হয়েছে। সংসধিত রুলস অনুযায়ী ২০১৭ সালের এমসিকিউ উত্তির্ণরা দ্বিতীয়বার লিখিত পরীক্ষার সুযোগ পাবেন। কারন সংসধিত রুলসে 'অবিলম্বে কার্যকর হওয়া' বলার অর্থই হলো বর্তমানের পরীক্ষার্থীরা পরবর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।

[৬] এছাড়া রিট আবেদনে আরও বলা হয়েছে, বার কাউন্সিল ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর এক নোটিশ দিয়ে জানায় যে, পূর্বে যারা এমসিকিউ পাস করেছে তাদের নতুন করে এমসিকিউ পরীক্ষা দিতে হবে না। তারা পরবর্তিতে লিখিত পরিক্ষা দিবে। কিন্তু ২৬ জুলাই বার কাউন্সিল নোটিশ দিয়ে বলছে যে, ১৯ ডিসেম্বর ২০১৮ এর আগে যারা এমসিকিউ উত্তীর্ণ কিন্তু লিখিত পরিক্ষায় একবার অনুউত্তীর্ণ তারা দ্বিতিয়বার লিখিত পরীক্ষার সুযোগ পাবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়