শিরোনাম
◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২০, ০২:৫৩ রাত
আপডেট : ২৮ জুলাই, ২০২০, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে ৭ চিকিৎসকসহ নতুন ৭২ জনের কোভিড-১৯ শনাক্ত

নিউজ ডেস্ক : সিলেটে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। সোমবার (২৭ জুলাই) সিলেট বিভাগে সাত চিকিৎসকসহ আরও ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় বলেন, সোমবার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সাতজন চিকিৎসক।

তিনি বলেন, সোমবার শনাক্তকৃত ৩৮ জনের মধ্যে সিলেট জেলার ২৯ জন, সুনামগঞ্জের দুইজন, হবিগঞ্জের একজন ও মৌলভীবাজারের ছয়জন।

এর আগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পিসিআর ল্যাবে আরও ৩৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। নতুন শনাক্ত হওয়া ব্যক্তিরা সিলেট এবং সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক বলেন, শাবির ল্যাবে সোমবার সিলেটের ৬০টি ও সুনামগঞ্জের ৭৮টিসহ মোট ১৩৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ১৪ জন সিলেট জেলার এবং ২০ জন সুনামগঞ্জ জেলার।

এ নিয়ে সিলেট বিভাগের চার জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা সাত হাজার ৫৬০ জনে দাঁড়িয়েছে। আক্রান্তের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ চার হাজার ৭৩ জন, সুনামগঞ্জে এক হাজার ৪৩৯, হবিগঞ্জে এক হাজার ১২৩ ও মৌলভীবাজারে ৯২৫ জন।

করোনায় আক্রান্তের পাশাপাশি বিভাগে মৃত্যুর হারও ঊর্ধ্বমুখী। গত ১০ মার্চ থেকে শনিবার পর্যন্ত সময়ে করোনায় মৃত্যু হয়েছে ১৩৫ জনের। এর মধ্যে সিলেট জেলারই ১০১ জন। এছাড়া সুনামগঞ্জে ১৪ জন এবং হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় ১০ জন করে করোনায় মারা গেছেন।

চার জেলায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন মোট তিন হাজার ১৮১ জন। এর মধ্যে সিলেট জেলার ৯৯৫, সুনামগঞ্জের এক হাজার ৬৮, হবিগঞ্জের ৬০১ ও মৌলভীবাজারের ৫১৭। সূত্র : জাগোনিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়