শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২০, ১২:৪২ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০২০, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লুৎফর রহমান হিমেল: স্বাধীন মতপ্রকাশ নিয়ে যারা সবচেয়ে বেশি সোচ্চার, সেই মিডিয়া কর্তাদের মধ্যেই নেই সহনশীলতা

লুৎফর রহমান হিমেল: এ দেশে আলোচনার জন্য সবচেয়ে আলোচিত ইস্যু হলো বাকস্বাধীনতা। সারাদিন যারা বাকস্বাধীনতার কথা বলেন, দেখা গেছে তাদের বিরুদ্ধে কিছু বলে বক্তা উল্টো মামলা খেয়েছেন। এমনকি বসের সমালোচনা করে চাকরিও গেছে অনেক মতপ্রকাশকের। স্বাধীন মতপ্রকাশ নিয়ে যারা সবচেয়ে বেশি সোচ্চার, সেই মিডিয়া কর্তাদের মধ্যেই নেই সহনশীলতা। অন্যের মতপ্রকাশকে সম্মান করতে না পারলে তাদের উচিত না এ ব্যাপারে কথা বলা। এ বিষয়ে কথা তারাই বলবে, যারা স্বাধীন মতপ্রকাশকে সম্মান করেন, এমনকি ওই মতপ্রকাশটা তার নিজের বিরুদ্ধে গেলেও। স্বাধীন বাংলাদেশে মওলানা ভাসানী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় সমালোচক। অথচ মুজিব সরকারের বিরুদ্ধে আন্দোলনরত অবস্থাতেও মওলানার সাথে দেখা করে শেখ মুজিব কথা বলতেন, তাকে প্রতি মাসে টাকা, লুঙ্গি, ওষুধপত্রও পাঠাতেন।

স্বাধীন মতপ্রকাশ মানবের স্বাভাবিক গুন। এটির পক্ষে থাকবার জন্য যারা কথা বলেন, তারা অবশ্যই সাধারণ মানুষ, সমাজ ও রাষ্ট্রের ভালোর জন্যই কথা বলেন। কিন্তু তাদের আগে সহনশীল হতে হবে। না হলে তাদের কথার গুরুত্ব কেউ দেবে না। দার্শনিক ভলতেয়ার যেমনটা বলে গেছেন, ‘তোমার মতের সঙ্গে আমি হয়তো একমত না-ও হতে পারি, কিন্তু তোমার মতপ্রকাশের স্বাধীনতার জন্য আমি আমার জীবন পর্যন্ত উৎসর্গ করে যাবো।’ ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়