শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২০, ০২:০৯ রাত
আপডেট : ২৮ জুলাই, ২০২০, ০২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের ঘটনায় মামলা, গ্রেপ্তার-৭

ফজলুল হক: [২] গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় এপেক্স ফুটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকদের চলতি মাসের বেতন ও ঈদের ছুটি বৃদ্ধির দাবীতে শ্রমিক অসন্তোষ মহাসড়কে অবরোধ ও কারখানা ভাঙচুরের ঘটনায় মামলা করেছে কর্তৃপক্ষ। মামলার পর গতরাতে পুলিশ অভিযান চালিয়ে সাত শ্রমিককে গ্রেপ্তার করে।

[৩] গ্রেপ্তারকৃতরা হলেন, আবু হাসনাত মোহাম্মদ আরিফ, মো.রিদয় হোসেন, মো.কামরুল ইসলাম, তৌহিদুল ইসলাম, সজীব হোসেন, মো.শামসুল হক, মো.হাফিজুল শেখ।

[৪] কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার আরিফুল ইসলাম জানান, রোববার সকাল থেকে ওই কারখানার শ্রমিকরা চলতি মাসের বেতন ও ঈদের ছুটি চার দিন থেকে বারিয়ে ১০দিন করার দাবীতে মহাসড়ক অবরোধ ও কারখানায় ব্যাপক ভাংচুর করে ।

[৫] পরে রোরবার রাতে কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার আরিফুল ইসলাম বাদী হয়ে কালিয়াকৈর থানায় ৬৭ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত দুইশতাধিক শ্রমিককে আসামী করে মামলা দায়ের করা হয়। পুলিশ রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সাত শ্রমিককে গ্রেপ্তার করে।

[৬] কালিয়াকৈর থানার পরিদর্শক তদন্ত রাজিব সরকার জানান, কারখানা মামলার পর অভিযান চালিয়ে কারখানার ৭ শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। শ্রমিক অসন্তোষের পর কর্তৃপক্ষ অনির্দিষ্ট কালের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করেছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়