শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২০, ০২:০৫ রাত
আপডেট : ২৮ জুলাই, ২০২০, ০২:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করেছে ৭৪ শতাংশ পোশাক কারখানা : বিজিএমইএ

শরীফ শাওন : [২] সংগঠনটির সচল সদস্য ১ হাজার ৮৭৪টি কারখানার মধ্যে শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করেছে ১ হাজার ৩৭৮টি কারখানা। এখনও বোনাস পরিশোধ করতে পারেনি ২৬ শতাংশ কারখানা । বিজিএমইএর দাবি, বাকি ৪৯৬টি কারখানায় বোনাস প্রদানের কার্যক্রম প্রক্রিয়াধীন ।

[৩] সোমবার বিজিএমইএর দেওয়া এক তথ্যে এ বিষয়ে জানানো হয়। এর আগে, শ্রম ভবনে কারখানা মালিক, শ্রমিক ও সরকার’র ত্রি-পক্ষীয় বৈঠকে ২৭ এপ্রিলের মধ্যে শ্রমিকদের বোনাস প্রদানের সিদ্ধান্ত হয়। শ্রমিকদের চলতি মাসের বেতন বোনাস প্রদানে পোশাক খাতে পুনরায় ৩ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ দেওয়া হয়।

[৪] বিজিএমইএর দাবি, ঢাকা মেট্রোপলিটনে সচল ৩২২টি কারখানার মধ্যে শ্রমিকদের বোনাস দিয়েছে ২৩৫টি কারখানা, ৮৭টি কারখানায় কার্যক্রম প্রক্রিয়াধীন । গাজীপুরের ৭১৩ কারখানার মধ্যে বোনাস দিয়েছে ৫২৫টি ও প্রক্রিয়াধীন ১৮৮টি, সাভার-আশুলিয়ার ৪১২টি কারখানার মধ্যে বোনাস দিয়েছে ৩৫৫টি ও প্রক্রিয়াধীন ৫৭টি, নারায়ণগঞ্জের ১৯৫টি কারখানার মধ্যে বোনাস দিয়েছে ১৪৩টি ও প্রক্রিয়াধীন ৫২টি এবং চট্টগ্রামের ২৩২টি কারখানার মধ্যে বোনাস দিয়েছে ১২০টি ও প্রক্রিয়াধীন রয়েছে ১১২টি কারখানায়।

[৫] সংগঠনটির সহ সভাপতি মশিউল আলম সজল বলেন, সহজ শর্তে ঋণের সিদ্ধান্ত হলেও বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে শ্রমিকদের কাছে মজুরি পৌঁছাতে সর্বনিম্ন ৩ থেকে ৪ দিনের সময় প্রয়োজন। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়