শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২০, ১১:১৩ দুপুর
আপডেট : ২৭ জুলাই, ২০২০, ১১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জীবননগর উথলীতে রেলওয়ের জমি ক্রয়-বিক্রয় নিয়ে সংঘর্ষ মহিলাসহ আহত ৩

জামাল হোসেন খোকন: [২] চুয়াডাঙ্গা জীবননগরের উথলী বাজার পাড়ায় রেলওয়ের দখল করা জমি ক্রয়- বিক্রয় নিয়ে রোববার রাতে দুপক্ষের সংঘর্ষে মহিলাসহ ৩ জন আহত হয়েছে। আহতরা জীবননগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে।

[৩] আহতরা হচ্ছে, উথলী বাজার পাড়ার মৃত কালু মন্ডলের ছেলে ঝিনুক (৩৫), ঝনুর স্ত্রী কোহেলী (২৫) ও ঝনুর বড় ভাইয়ের শাশুড়ি সফুরা বেগম (৬০)।

[৪] আহত ঝনু মিয়া বলেন,আমার ভাই মিন্টু আতিকুরের ভাই তরিকুর রহমানের কাছে দখলে থাকা রেলওয়ের মালিকানাধীন জমি বাড়ি তৈরি করার জন্য ৫০ হাজার টাকায় ক্রয় করে। জমি ক্রয়ের সময় স্টাম্পে লেখা থাকে তরিকুর জমিতে থাকা তার বসত ঘর ছাড়া আর কিছুই নিতে পারবেনা। কিন্তু সে তা অমান্য করে জমিতে থাকা গাছপালাসহ মাটি কেটে নিয়ে যাচ্ছে তার প্রতিবাদ করলে তারা কয়েকদিন আগে আমাদের সাথে ঝগড়া বিবাদ করে আমাদের নামে থানায় মিথ্যা মামলা করে আমাকে গত শুক্রবারে পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়ে কোর্টে পাঠিয়ে দেয়।

[৫] আমি রোববার বিকালে কোর্ট থেকে জামিনে ছাড়া পেয়ে আতিকুর রহমানের কাছে গিয়ে বলি আমি জমি নিবোনা আমার টাকা রিটার্ন দিয়ে দিতে। এতে আতিকুর আমার উপর ক্ষিপ্ত হয়ে বলে জমি- টাকা কিছুই দিবেনা আমাদের। এক পর্যায়ে ওখানে আতিকুরের সাথে আমার কথাকাটাকাটি হয়। পরে আমি বাড়ি চলে আসলে রাত সাড়ে ৮ টার দিকে আতিকুরের নেতৃত্বে তার ভাই তরিকুরসহ ৭-৮ জন লাঠিসোটা নিয়ে আমার বাড়ির সামনে আমার মুদি দোকানে হামলা করে ভাংচুর করে আমরা তখন ঠেকাতে গেলে তারা আমাদের উপরও হামলা চালায় এতে আমি,আমার সস্ত্রী ও আমার মাউইমা গুরুতর আহত হই।

[৬] পরবর্তীতে লোকজন আমাদের উদ্ধার করে জীবননগর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তী করে। আমি প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও আমার স্ত্রী ও মাউইমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

[৭] হামলার ব্যপারে আতিকুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা হামলা করিনি বরং ঝনুরাই আমাদের উপর হামলা চালিয়ে আমাকে আহত করেছে। আমি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে এসে এ বিষয়ে জীবননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

[৮] এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম বলেন, উথলীতে জমিজমা নিয়ে সংঘর্ষের ব্যপারে উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়