শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২০, ০৭:৪৫ সকাল
আপডেট : ২৭ জুলাই, ২০২০, ০৭:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শাজাহান খানের মেয়ের রিপোর্ট ডাটা এন্ট্রি অপারেটর ভুল লিখেছিলো, দায় নিলো ন্যাশনাল ল্যাব

লাইজুল ইসলাম : [৩] সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের পরিচালক প্রফেসর ডা. আবুল খায়ের মোহাম্মদ শামসুজ্জামান বলেন, ডাটা এন্ট্রি অপারেটরের ভুলের কারণে এই সমস্যা তৈরি হয়েছিল। ‘ভুল করে’ সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশী খানকে করোনা নেগেটিভ রিপোর্ট দেওয়া হয়েছিল।

[৪] পরিচালক বলেন, ‘গত ২৫ জুলাই আমাদের প্রতিষ্ঠানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কর্মরত মেডিক্যাল টেকনোলজিস্টরা কর্মবিরতি কর্মসূচি পালন করেছিলেন। কিন্তু বিদেশগামীদের নমুনা সংগ্রহের পর ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট দেয়ার বাদ্ধ্যবাধকতা আছে। লোকবল কমতির কারণে রিপোর্ট দেয়ার সময় এই ভুলটি হয়েছিলো।

[৫] এর আগে সকালে মেয়ে ঐশী খানের হয়ে স্বাস্থ্য অধিদপ্তরে লিখিত অভিযোগ নিয়ে আসেন শাজাহান খান। আবেদনে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মহাপরিচালককে আহবান জানান শাজাহান খানের মেয়ে ঐশী খান।

[৬] চিঠিতে ঐশী লিখেছেন, তিনি ২৬ জুলাই ইংল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে যান। ‘ইমিগ্রেশন চেক করার মুহূর্তে তারা আমাকে জানায়, অনলাইনে আমার করোনা পজিটিভ। আমার করোনার কোনও লক্ষণ ছিল না। রিপোর্ট নেগেটিভ হওয়ায় পরিবারের সব সদস্যের সঙ্গে স্বাভাবিক চলাফেরা করেছি। আমার বাবা সাবেক নৌপরিবহন মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাতবারের নির্বাচিত এমপি, বীর মুক্তিযোদ্ধা শাজাহান খানের সঙ্গে একই গাড়িতে বাসা থেকে বিমানবন্দরে যাতায়াত করেছি। যার ফলে আমার বাবাও করোনা ঝুঁকির মধ্যে থাকবেন বলে আমিসহ পরিবার দুশ্চিন্তায় আছি। এছাড়া আমার এই রিপোর্ট নিয়ে ইতোমধ্যে আমার বাবা সম্পর্কে বিভিন্ন মিডিয়ায় নেতিবাচক ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার হওয়াও তার সম্মানহানি হয়েছে, যা অমার্জনীয় অপরাধ। তাই ভুল রিপোর্ট প্রদানকারীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ভবিষ্যতে মানুষকে অযথা হয়রানি না করার অনুরোধ করছি।

[৭] এসময় শাজাহান খান গণমাধ্যমকর্মীদের বলেন, পরিবারের দুই সদস্যের কোভিডের ভুল রিপোর্ট দেয়া হয়েছে। দুটির বিষয়ে অভিযোগ করেছি মাহপরিচালক বরাবর। আমার মেয়ে ঐশীর রিপোর্ট ভুল আসায় আমার যে সম্যান হানি হলো তা কি ফেরত দেয়া সম্ভব। এই ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরকে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে। নাই আইন-শৃঙ্খলা বাহীনির কাছে যাবো বলে জানিয়েছেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়