শিরোনাম
◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২০, ০৬:৫৯ সকাল
আপডেট : ২৭ জুলাই, ২০২০, ০৬:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হত্যার ষড়যন্ত্রসহ দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করা হচ্ছে : শামীম ওসমান

ডেস্ক রিপোর্ট : দেশকে আবারও পঁচাত্তরের মতো ভয়াবহ পরিস্থিতিতে নিয়ে যেতে বিদেশের মাটিতে গভীর ষড়যন্ত্র হচ্ছে বলে আশংকা করছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তিনি বলেছেন, হত্যার ষড়যন্ত্রসহ এবার দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করা হচ্ছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

করোনা দুর্যোগকালে নানা সমস্যায় জর্জরিত জেলার বিভিন্ন ক্রীড়াবিদ ও সংশ্লিষ্টদের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর দেয়া অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান এ আশংকার কথা জানান।

রোববার দুপুরে নগরীর ইসদাইর এলাকায় মরহুম সামসুজ্জোহা স্টেডিয়ামের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসীম উদ্দিন।

দেশের শিক্ষিত সমাজ নানা অপকর্ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়ছে জানিয়ে শামীম ওসমান বলেন, জাতীয় সংসদের অধিবেশনসহ প্রধানমন্ত্রীর সামনে তিনি এ সব ন্যায্য কথা তুলে ধরবেন এবং কাউকে ছাড় দেবেন না।

উন্নয়ন কাজের মাধ্যমে নারায়ণগঞ্জকে ঢেলে সাজানোর পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, আগামী দেড় থেকে দুই বছর পর নারায়ণগঞ্জের রূপ পাল্টে যাবে। এই জেলা রাজধানী ঢাকার চেয়েও মনোমুগ্ধকর সুন্দর এলাকায় পরিণত হবে। ঢাকার চেয়েও সুন্দর নারায়ণগঞ্জ গড়ার যে স্বপ্ন তিনি দেখছেন তা শিগগিরই বাস্তবায়ন হবে। উন্নয়ন প্রকল্পের কাজগুলো সম্পন্ন হয়ে গেলে নারায়ণগঞ্জ পুনরায় প্রাচ্যের ডান্ডিতে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, ঈদের পর আমরা সাংবাদিকদের নিয়ে বসব। আমরা নারায়ণগঞ্জটাকে ঠিক করব। যেখানেই অনিয়ম পাব, যার বিরুদ্ধেই পাব, তার বিরুদ্ধেই ব্যবস্থা নিব। আমি কোনো অন্যায় করলে আমার বিরুদ্ধেও লিখতে হবে, না লিখলে আপনারা আল্লাহর কাছে ঠেকা থাকবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু, অতিরিক্ত জেলা প্রশাসক শামীম বেপারী, ক্রীড়া সংগঠক ইব্রাহীম চেঙ্গিস ও জাতীয় দলের সাবেক ফুটবলার গোলাম রসূল গাউসসহ বিভিন্ন ক্রীড়াবিদ।

অনুষ্ঠানে করোনা দুর্যোগকালীন জেলার বিভিন্নস্তরের ক্ষতিগ্রস্ত খেলোয়াড়, প্রশিক্ষক ও সংগঠকদের মধ্যে ৭০ জনকে প্রধানমন্ত্রীর দেয়া আর্থিক অনুদান প্রদান করা হয়।
সূত্র- যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়