শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২০, ০৫:৫৯ সকাল
আপডেট : ২৭ জুলাই, ২০২০, ০৫:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেরপুরে ভ্রাম্যমান আদালতে এক মাদক সেবীর ১বছরের বিনাশ্রম কারাদণ্ড

তপু সরকার হারুন : [২] শেরপুর শহরের পৌরসভার কবসা মোল্লাপাড়া মহল্লায় মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক হেরোইন সেবনকারীকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে বলে জানাযায় । ২৬ জুলাই রবিবার দুপুর ১টার দিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হেরোইন সেবনকারী মো.আব্দুল মোতালেব (৩৮) নামে এক হেরোইন সেবীকে ভ্রাম্যমাণ আদালতে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২শত টাকা জরিমানা করা হয়েছে।

[৩] দণ্ডপ্রাপ্ত মো. আব্দুল মোতালেব কসবা মোল্লাপাড়া গ্রামের মোঃ সামছুল হকের ছেলে। জেলা প্রশাসক আনার কলি মাহবুব এর নির্দেশে দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমানের নেতৃত্বে রবিবার দুপুরে শেরপুর পৌরসভার কসবা মোল্লাপাড়া গ্রামে মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত মো. আব্দুল মোতালেবকে তার বসতঘরে হেরোইন সেবনকালে ১পুড়িয়া হেরোইনসহ তাকে হাতেনাতে আটক করে। পরে হেরোইন সেবন করার অপরাধে মো. আব্দুল মোতালেবকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮সালের ৩৬ (১) এর

[৪] ১৬ ধারায় দোষী সাবস্থ্য করে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২শত টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে আরো ৭দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। এসময় অন্যান্যদের মধ্যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিদর্শক এমদাদুল হক, উপ- পরিদর্শক (এসআই) মোঃ মোস্তাফিজুর রহমান, এএসআই ওবায়দুল হক, মাহবুবুর রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারি মো. হেলাল উদ্দিন ভ্রাম্যমাণ আদালতে অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়