শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২০, ০৫:৪০ সকাল
আপডেট : ২৭ জুলাই, ২০২০, ০৫:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৮টি শাখায় পুরস্কৃত হলো চলচ্চিত্র ‘নোলক’, সেরা অভিনেতা শাকিব খান

মনিরুল ইসলামঃ [২] ২০১৯ সালে রোজার ঈদে মুক্তি পেয়েছিলো সাকিব সনেটের প্রথম পরিচালিত ছবি ‘নোলক’। শাকিব খান ও ববি অভিনীতি ‘নোলক’ ছবিটি ঈদের সময় দারুণ ব্যবসা সফল হয়। ইতোমধ্যে এই ছবিটি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পাচ্ছে। পুরস্কারেও ভূষিত হচ্ছে।

[৩] এবার ১৯ তম ইউরো-সিজেএফবি অ্যাওয়ার্ডে চলচ্চিত্র বিভাগে সর্বোচ্চ ৯টি শাখায় মনোনয়ন পেয়ে সর্বোচ্চ ৮টি শাখায় পুরস্কার অর্জন করেছে ' নোলক’।

[৪] দেশের প্রধান জাতীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল, টেলিভিশন মাধ্যমের সাংস্কৃতিক প্রতিবেদকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি আনুষ্ঠানিকভাবে গত শনিবার ২৫ জুলাই রাতে অনলাইনে বিজয়ীদের নাম ঘোষণা করেছে।

[৫] প্রতি বছর জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হলেও বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে প্রথমবার অনলাইনে পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ইউরো কোলা এবং সিজেএফবি।

[৬] শনিবার রাতেই (২৫ জুলাই) গ্লোবাল টিভির কনফারেন্স সেন্টার থেকে অনুষ্ঠানের মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক, এনটিভি, গ্লোবাল টিভি এবং রেডিও আমার-এর অনলাইন থেকে একযোগে পুরস্কারপ্রাপ্তদের নাম সম্প্রচার করা হয়।

[৭] ২০১৯ সালের সেরা চলচ্চিত্র পুরস্কার,সেরা পরিচালক,সেরা অভিনেতা,সেরা অভিনেত্রী,সেরা সংলাপ ও চিত্রনাট্যকার,সেরা গায়ক,সেরা গায়িকা ও সেরা গীতিকারের সবগুলো পুরস্কার ‘নোলক’- জিতেছে।

[৮] ২০১৯ সালের সেরা চলচ্চিত্রের পাশাপাশি ‘নোলক’ ছবির জন্য প্রথমবার পরিচালনা করে সেরা পরিচালকের পুরস্কার পান সাকিব সনেট।’নোলক’ ছবির জন্য সেরা অভিনেতা অভিনেত্রীর পুরস্কার পান সুপারষ্টার শাকিব খান ও ইয়ামিন হক ববি।

[৯] ' নোলক’ ছবির শীতল পাটি গানের জন্য সেরা গায়কের পুরস্কার পান আসিফ আকবর।’নোলক’ ছবির চুপি চুপি গানের জন্য সেরা গায়িকার পুরস্কার পেয়েছেন দিলশাদ নাহার কনা।’নোলক’ ছবির শীতল পাটির জন্য সেরা গীতিকারের পুরস্কার পান আহমেদ হুমায়ুন।এবং ‘নোলক’ ছবির সংলাপ ও চিত্রনাট্যের জন্য পুরস্কারে ভূষিত হয়েছেন ফেরারী ফরহাদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়